Tecno Pop 8: টেকনো (Tecno) সংস্থার নতুন ফোন (Smartphone) লঞ্চ হতে চলেছে ভারতে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। চলতি বছর অক্টোবর মাসে টেকনো পপ ৮ (Tecno Pop 8) গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল। সেই ফোনই এবার আসতে চলেছে ভারতে। এই ফোনের দাম কত হতে পারে সেই প্রসঙ্গেও কিছু জানা যায়নি। তবে টেকনো পপ ৮ ফোন সম্পর্কে সম্ভাব্য বেশ কিছু তথ্য ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। বিশেষ করে এই ফোনের একটি লাইভ ইমেজ অনলাইনে প্রকাশ হয়েছে যেখানে ফোনের AnTuTu score বলা হয়েছে। সাধারণ ভাষায় কোনও ফোনের AnTuTu score বলতে বোঝায় সেই ফোন কতটা দ্রুত গতিতে কাজ করতে পারবে এবং কতটা মেমরি ওই ডিভাইসে থাকতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, গ্লোবাল মার্কেটে টেকনো পপ ৮ ফোন লঞ্চ হয়েছিল একটি Unisoc T606 প্রসেসর এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে। শোনা যাচ্ছে, এই ফোন ভারতে বাজেট সেগমেন্টের মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে অর্থাৎ দাম খুব একটা বেশি হবে না। এক্স মাধ্যমে পোস্ট করে টেকনো ইন্ডিয়া জানিয়েছে, ভারতে টেকনো পপ ৮ ফোন লঞ্চ হবে। একটি ছোট টিজার ভিডিও-ও প্রকাশ করা হয়েছে। তবে 'কামিং সুন' ট্যাগ ছাড়া এই ফোন লঞ্চ প্রসঙ্গে আর কোনও আপডেট শেয়ার করেনি টেকনো কর্তৃপক্ষ। চলতি বছরে অবশ্য টিপস্টার পারস গগলানি টেকনো পপ ৮ ফোনের সম্পর্কে কিছু আভাস দিয়েছিলেন। তাঁর দাবি এই ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টের সিঙ্গে ভারতীয় মডেলের মিল থাকবে প্রসেসর, ক্যামেরা এবং অপরেটিং সফটওয়্যারের নিরিখে। এছাড়াও ওই টিপস্টারের দাবি ছিল টেকনো পপ ৮ ফোনের দাম ভারতে শুরু হবে ৬৯৯৯ টাকা থেকে।


টেকনো পপ ৮ ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন



  • এই ফোনে ৬.৬ ইঞ্চির একটি এইচডি প্লাস এলসিডি প্যানেল রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোন পরিচালিত হয় Android T-Go version out-of-the-box- এর সাহায্যে। এছাড়াও এই ফোনে রয়েছে Unisoc T606 প্রসেসর। তার সঙ্গে সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। এই র‍্যামের পরিমাণ আরও ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব ভার্চুয়াল ভাবে। আর স্টোরেজ বাড়ানো সম্ভব মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত। 

  • টেকনো পপ ৮ ফোনে রয়েছে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১৩ মেগাপিক্সেলের এআই ফিচার যুক্ত প্রাইমারি ক্যামেরা সেনসরের সঙ্গে রয়েছে আরও একটি সেকেন্ডারি ক্যামেরা সেনসর এবং এলইডি ফ্ল্যাশ ইউনিট। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর এবং ডুয়াল ফ্রন্ট ফ্ল্যাশ ইউনিট। টেকনো সংস্থার এই ফোনে ফ্রন্ট ক্যামেরার পাঞ্চ হোল স্লটের জায়গায় একটি Dynamic Port-ও রয়েছে যেখানে নোটিফিকেশন-সহ অন্যান্য অ্যালার্ট দেখা যাবে। 

  • টেকনো পপ ৮ ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। একবার চার্জ দিলে ৯০০ ঘণ্টার বেশি স্ট্যান্ডবাই ব্যাটারি লাইফ পাওয়া যাবে। 


আরও পড়ুন- নতুন বছরের শুরুতে ভারতে কোন ফোন লঞ্চ করতে চলেছে আইকিউওও সংস্থা? কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে?