নয়াদিল্লি: ফোন ঘিরে জল্পনার শেষ ছিল না। টেক ব্লগাররা আশা করেছিলেন, এবার মধ্যবিত্তের জন্য ভাঁজ করা ফোনের মডেল নিয়ে আসতে চলেছে স্যামসাং(Samsung)। যদিও ফোন আত্মপ্রকাশের পর দেখা গেল, এবারও 'খাস আদমির' কথা ভেবেই আনা হয়েছে ফোন। আম আদমির ধরা ছোঁয়ার বাইরে ভাঁজ করা ফোনের প্রযুক্তি।


বুধবারই বাজারে এসেছে Samsung Galaxy Z Fold 3 ও Galaxy Z Flip 3। গত কিছু মাস ধরেই এই ফোন ঘিরে কৌতূহলের শেষ ছিল না ক্রেতাদের মনে। শোনা গিয়েছিল, ভাঁজ করা ফোনের প্রযুক্তি প্রচুর ক্রেতাদের মধ্যে ছড়াতে চায় স্যামসাং। সেই কারণে এবার নতুন ফ্লিপ বা ফোল্ডেবল মডেলের দাম অনেকটাই কমাবে কোম্পানি। যদিও বাস্তবে এর প্রতিফলন ঘটল না।


Samsung Galaxy Z Fold 3, Galaxy Z Flip 3-এর দাম


আমেরিকার বাজারে Samsung Galaxy Z Fold 3-এর দাম রাখা হয়েছে ১৭৯৯.৯৯ ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ১,৩৩,৬০০ টাকা। তিনটি রঙে এই ফোন এনেছে কোম্পানি।ফ্যান্টম ব্ল্যাক, ফ্যান্টম গ্রিন ও ফ্যান্টম সিলভার রঙে পাওয়া যাবে এই ফোন। নতুন মডেলে দু'টি ভ্যারিয়েন্ট এনেছে কোম্পানি। ১২ জিবি ২৫৬ জিবির পাশাপাশি রাখা হয়েছে ১২ জিবি ৫১২ জিবির স্টোরেজ অপশন।


একই সঙ্গে Galaxy Z Flip 3-র আত্মপ্রকাশ হয়েছে আন্তর্জাতিক বাজারে। মার্কিন মার্কেটে নতুন ফোনের দাম রাখা হয়েছে, ৯৯৯.৯৯ ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ৭৪,২০০ টাকা। সব মিলিয়ে সাত রঙে পাওয়া যাবে এই ফোন। ক্রিম, গ্রিন, গ্রে, ল্যাভেন্ডার, ফ্যান্টম ব্ল্যাক , পিঙ্ক, হোয়াইট কালারের অপশন রয়েছে ফোনে। বর্তমানে Samsung.com-এ পাওয়া যাবে এই ফোনগুলি। আগামী ২৭ অগাস্ট থেকে বিশ্বের কিছু নির্দিষ্ট বাজারে পাওয়া যাবে এই ফোনগুলি। ইতিমধ্যেই আমেরিকা, ইউরোপ, দক্ষিণ কোরিয়ায় শুরু হয়েছে ফোনের প্রি-অর্ডার। বিদেশে লঞ্চ হলেও ভারতে কবে এই ফোন আসবে তা এখনও নিশ্চিত করেনি কোম্পানি।


Samsung Galaxy Z Fold 3-এর স্পেসিফিকেশন
৭.৬ ইঞ্চির ডিসপ্লে সাইজ দেওয়া হয়েছে ফোনে।রয়েছে ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে।নতুন ফোল্ডে ৩৭৪ পিপিআই পিক্সেল ডেনসিটি দিয়েছে স্যামসাং। ফ্রেম ড্রপ যাতে না হয়, তাই দেওয়া হয়েছে ১২০ হার্টজের রিফ্রেস রেট।কভার স্ক্রিনের ক্ষেত্রে ফোনে রয়েছে ৬.২ ইঞ্চির ডিসপ্লে।ফোনে রয়েছে Qualcomm Snapdragon 888 প্রসেসর। তিনটে ১২ মেগাপিক্সেলের সেন্সর দেওয়া রয়েছে ফোনে। যাতে রয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবলাইজেশনের সুবিধা। পাশাপাশি সেলফি তোলার জন্য কোম্পানি দিয়েছে ১০ মেগাপিক্সেলের সেন্সর।


Galaxy Z Flip 3 স্পেসিফিকেশন
৬.৭ ইঞ্চির প্রাইমারি ফুল এইচডি ডিসপ্লে দিয়েছে কোম্পানি। এখানেও অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি রয়েছে ১২০ হার্টজের রিফ্রেস রেট।ফোনে রয়েছে ৫ ন্যানোমিটারের Qualcomm Snapdragon 888 চিপসেট। সেলফি ক্যামেরা নিয়ে ফোনে দেওয়া হয়েছে তিনটি সেন্সর। ১২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ছাড়াও রয়েছে ১২ মেগার আল্ট্রা ওয়াইড শ্যুটার। যেখানে ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েছে স্যামসাং।