Samsung Galaxy M33 5G: দুর্দান্ত স্পেকস নিয়ে শনিবার ভারতে লঞ্চ হল Samsung Galaxy M33 5G।   Galaxy M-সিরিজের এই মডেলে পাবেন 120 হার্টজের রিফ্রেশ-রেট ডিসপ্লে। সঙ্গে 5nm অক্টাকোর এক্সোনোস প্রসেসর দিচ্ছে কোম্পানি। পাবেন 4টি রেয়ার ক্যামেরা। 


Samsung Galaxy M33 5G: কী ফিচার ফোনে
8GB পর্যন্ত RAM ছাড়াও সর্বোচ্চ 128GB অনবোর্ড স্টোরেজ রয়েছে ফোনে। স্মার্টফোনটিতে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দিয়েছে স্যামসাং। ফোনের পিছনে রয়েছে কোয়াড রেয়ার ক্যামেরা ইউনিট। স্মার্টফোনে একটি অবজেক্ট ইরেজার ফিচার ও বোকেহ মোড সহ একাধিক ক্যামেরা মোড দেওয়া হয়েছে। এতে বিশেষ ভয়েস ফোকাস ফিচার দিয়েছে কোম্পানি। যা কলের সময় নয়েজ দূর করতে সাহায্য করবে। পুরানো Galaxy M-সিরিজের ফোনগুলির মতো, নতুন Galaxy M33 5G-তে 25W চার্জিং সাপোর্ট সহ একটি বড় 6,000mAh ব্যাটারি রয়েছে৷


Samsung Galaxy M33 5G: দাম ও ছাড় কত ফোনে ?
ভারতে Samsung Galaxy M33 5G-র 6GB + 128GB স্টোরেজ মডেলের দাম শুরু হচ্ছে 18,999 টাকা থেকে। এছাড়াও ফোনটি 8GB + 128GB স্টোরেজ সংস্করণে পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে ফোনের দাম 20,499 টাকা রাখা হয়েছে। বর্তমানে স্যামসাং উভয় মডেলের ইনট্রোডাকটারি প্রাইস যথাক্রমে 17,999 ও 19,999 টাকা ধরা হয়েছে।Samsung Galaxy M33 5G দুটি রঙের অপশনে পাওয়া যাবে। সবুজ ও নীল রঙে 8 এপ্রিল থেকে Amazon ও Samsung India অনলাইন স্টোরে পাওয়া যাবে এই ফোন। 


Samsung Galaxy A73 5G প্রি-বুকিং ভারতে শুরু হয়েছে।Samsung Galaxy M33 5G-তে লঞ্চ অফারে ICICI ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে গ্রাহকদের 2,000 তাত্ক্ষণিক ক্যাশব্যাক দেওয়া হচ্ছে৷ ফোনটি নো-কস্ট ইএমআই অপশন ও এক্সচেঞ্জ ডিসকাউন্ট সহ পাওয়া যাবে।


Samsung Galaxy M33 5G: স্পেসিফিকেশন কী রয়েছে ফোনে


ডুয়েল-সিম Samsung Galaxy M33 5G ফোন  One UI 4.1 সহ Android 12-এ চলে। এতে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.6-ইঞ্চি ফুল HD+ Infinity-V ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেতে রয়েছে গরিলা গ্লাস 5 সুরক্ষা। এতে অক্টা-কোর 5nm Exynos প্রসেসর পাবেন। যা 8GB পর্যন্ত RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজের সাথে যুক্ত। Samsung এর RAM কার্যত 16GB পর্যন্ত বাড়ানো যেতে পারে।


Samsung Galaxy M33 5G: ক্যামেরা কেমন ফোনের ?
Galaxy M33 5G-তে একটি কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে f/1.8 অ্যাপারচার সহ একটি 50-মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর পাবেন ক্রেতা। ক্যামেরা ইউনিটে 120-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ ও একটি f/2.4 অ্যাপারচার সহ একটি 5-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল সেন্সর, f/2.2 অ্যাপারচার সহ একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার ও একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে।  পিছনের ক্যামেরাটি বিভিন্ন পেশাদার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি মোড সমর্থন করে। যেমন এতে বোকেহ এফেক্ট, সিঙ্গেল টেক, অবজেক্ট ইরেজার ও ভিডিও টিএনআর (টেম্পোরাল নয়েজ রিডাকশন)। সামনে, হ্যান্ডসেটটিতে একটি 8-মেগাপিক্সেল সেলফি শুটার রয়েছে।


আরও পড়ুন : WhatsApp Update: নম্বর সেভ না করেই পাঠাতে পারবেন হোয়াটসঅ্যাপ মেসেজ, জেনে নিন উপায়