Samsung World's Slimmest Soundbar Launch: স্মার্টফোন, স্মার্টওয়াচ, ফ্রিজ, টিভি ও হেডসেটের পর এবার সাউন্ডবারের বাজারেও পরিচিতি পাচ্ছে স্যামসাং। কোম্পানির মতে, এবার বিশ্বের সবথেকে পাতলা সাউন্ডবার নিয়ে এসেছে কোম্পানি।  এর নাম দেওয়া হয়েছে স্যামসাং এস সিরিজ সাউন্ডবার S801B। জেনে নিন, স্যামসাংয়ের এই ডিভাইসের বিশেষবৈশিষ্ট্য।


World's Slimmest Soundbar: স্যামসাং ইতিহাস গড়ল


স্যামসাংয়ের স্যামসাং এস সিরিজ সাউন্ডবার S801B বিশ্বের পাতলা সাউন্ডবার হিসেবে পরিচিত। স্যামসাং এস সিরিজ সাউন্ডবার S801B অন্যান্য সাউন্ডবারের তুলনায় প্রায় 60 শতাংশ পাতলা। এই কারণেই এটি নজর কাড়ে সবার।


Samsung World's Slimmest Soundbar: স্যামসাং এস সিরিজ সাউন্ডবার S801B এর বৈশিষ্ট্য


স্যামসাংয়ের স্যামসাং এস সিরিজ সাউন্ডবার S801B এর অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে, যা আগে কোনও সাউন্ডবারে দেখা যায়নি। স্যামসাং এস সিরিজ সাউন্ডবার S801B পাবেন বিল্ট-ইন ওয়্যারলেস প্রযুক্তি। স্যামসাং টিভি-টু-সাউন্ডবার ডলবি অ্যাটমোস সংযোগের সঙ্গে চালু করা হয়েছে। এটিও একটি নতুন বিষয়, কারণ এর আগে এই বৈশিষ্ট্যটি পৃথিবীর কোনও সাউন্ডবারে দেওয়া হয়নি। এই বৈশিষ্ট্যটির সাহায্যে আপনি ওয়াইফাই এর সাহায্যে 'immersive sound' উপভোগ করতে পারবেন।


World's Slimmest Soundbar: আরও কী আছে সাউন্ড বারে ?
স্যামসাং এস সিরিজ সাউন্ডবার S801B উন্নত 'Q-Symphony' সাপোর্ট পাবেন। এই বৈশিষ্ট্যটির সঙ্গে যখন আপনি এটি টিভির স্পিকারের সাথে যুক্ত করে ব্যবহার করবেন, তখন একটি দুর্দান্ত 3D সাউন্ড এফেক্ট পাবেন। এছাড়াও সাউন্ডবারে দেওয়া 'স্পেস ফিট সাউন্ড অ্যাডভান্স' আপনার ঘরের আকার অনুযায়ী সাউন্ড অপ্টিমাইজ করতে পারে। স্যামসাং এস সিরিজ সাউন্ডবার S801B এ আপনি আরও অনেক আশ্চর্যজনক বৈশিষ্ট্য পাবেন, যেমন অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট, টাইপ ভিউ ও এয়ারপ্লে রয়েছে ডিভাইসে।


Samsung World's Slimmest Soundbar স্যামসাং এস সিরিজ সাউন্ডবার S801B-এর দাম 


আপনি স্যামসাং এস সিরিজ সাউন্ডবার S801B কিনতে পারবেন 24,990 টাকায়। এই সাউন্ডবারটি সর্বত্র দেখতে পাবেন। আপনি এটি স্যামসাং এর অনলাইন ও অফলাইন খুচরো দোকান, অন্যান্য প্রধান ইলেকট্রনিক খুচরো দোকান ও অ্যামাজন-ফ্লিপকার্টের মতো অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিনতে পারবেন।


আরও পড়ুন : Mobile Internet Speed Index: মোবাইল ইন্টারনেট স্পিড ইনডেক্সে এগোল ভারত, এক নম্বরে কে জানেন ?