Mobile Speed Index May 2022: আগের থেকে আরও এগিয়ে এল ভারত। গ্লোবাল মোবাইল স্পিড ইনডেক্সে দুই ধাপ এগোল ভারতের অবস্থান। জেনে নিন, মোবাইলের গতির দুনিয়ায় কারা আছে সেরার তালিকায়। 


Mobile Internet Speed Index: কী বলছে 'ওকলা'র সূচক ?
মোবাইল ও ব্রডব্যান্ড স্পিড ইনডেক্স ওয়েবসাইট ওকলার রিপোর্ট বলছে, ২০২২ সালের মে মাসে ভারতের গড় মোবাইল ইন্টারনেটের গতি ছিল 14.28এমবিপিএস। যা বিশ্বের ইন্টারনেট গতি পরীক্ষার সূচকের ক্ষেত্রে ভারতকে ১১৫ নম্বরে রেখেছে। যেখানে এপ্রিল মাসে ভারতের গড় মোবাইল গতি ছিল 14.19 mbps,তখন ভারত ছিল 113 নম্বরে। এই দুই মাসের ডাউনলোডের গতির পার্থক্যের কারণে ভারত দুই ধাপ উঠে এসেছে।


Mobile Internet Speed Index: গড় ডাউনলোডের গতিতে কে এগিয়ে ?
তবে বিশ্বের গড় ডাউনলোডের গতির ক্ষেত্রে ভারতকে এক ধাপ নেমে আসতে হয়েছে। এপ্রিল মাসে ভারত ডাউনলোডের গড় গতিতে 76 নম্বরে ছিল। মে মাসে 75 নম্বরে নেমে এসেছে দেশ। ফিক্সড ব্রডব্যান্ড গড় ডাউনলোডের গতিতে ভারত আরও ভাল পারফরম্যান্স করেছে। এপ্রিল মাসে ভারতের গড় ডাউনলোড গতি ছিল 48.০9 এমবিপিএস, যা মে মাসে বেড়ে 47.86 এমবিপিএস হয়েছে।


Mobile Internet Speed Index: নরওয়ে ও সিঙ্গাপুর শীর্ষ ফিক্সড ব্রডব্যান্ডের গতিতে


গ্লোবাল ইনডেক্স বলছে, বিশ্বব্যাপী মোবাইলের গতি ও নির্দিষ্ট ব্রডব্যান্ড গতির ক্ষেত্রে নরওয়ে ও সিঙ্গাপুর শীর্ষে রয়েছে। নরওয়ের গড় ডাউনলোড গতি 129.40 এমবিপিএস। যেখানে সিঙ্গাপুরের ডাউনলোডের গড় গতি 209.21 এমবিপিএস। বর্তমানে আফ্রিকার দেশগুলি মোবাইল ডাউনলোডের গতির ক্ষেত্রে সর্বোচ্চ বৃদ্ধি অর্জন করেছে।


5G Mobile Network: কয়েক মাসের প্রতীক্ষা


শোনা যাচ্ছে, অগাস্টেই দেশে শুরু হতে পারে 5G পরিষেবা। ফলে আরও দ্রুত গতির ইন্টারনেট পরিষেবার সাক্ষী থাকবে দেশ। চলতি বছরের শেষেই দেশের ২৫টি শহরে পৌঁছে যাবে 5G Mobile Network। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বছরের শেষ নাগাদ ২০-২৫টি শহরে ৫জি পরিষেবা পৌঁছে যাবে। এখানেই শেষ নয়, মন্ত্রীর ইঙ্গিত দিয়েছেন, নতুন পরিষেবা চালু হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে ডেটার দাম কম হবে। অগাস্ট-সেপ্টেম্বর থেকে শুরু হবে এই পরিষেবা। 


আরও পড়ুন : Cloudflare outage: ওয়েবসাইটে ঢুকতে গেলেই বাধা ! ক্লাউডফ্লেয়ার বিভ্রাটে আক্রান্ত টেক দুনিয়া