নয়া দিল্লি: ফোল্ডেবল ফোনে একাধিক মডেল নামিয়েও সাফল্য আসেনি। বেশি দাম হওয়ায় কেবল কিছু ক্রেতার হাতেই শোভা পেয়েছে এই ফোন। এবার নিজেদের ভাজঁ করা ফোনের প্রযুক্তি আমজনতার হাতে দেখতে চাইছে স্যামসাং।


প্রথম ফোল্ডেবল ফোন নিয়ে তৈরি হয়েছিল প্রযুক্তিগত ত্রুটি-বিচ্যুতি। অভিযোগ, ফোল্ডেড ফোন বড় করলেই স্পষ্ট ফুটে উঠছিল ভাঁজ। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি তুলে ধরেন গ্রাহকরা। এমনকী কিছু টেক ব্লগারের মুখেও স্যামসাঙের এই ফোল্ডেবল ফোন নিয়ে নেতিবাচক কথা শোনা যায়। যার ফলে বাজারে আসার পরপরই সেরকম প্রভাব ফেলতে পারেনি স্যামসাং ফোল্ড।


এবার নতুনভাবে দাম কমিয়ে নিজেদের ফোল্ড ফোন আনতে চলেছে স্যামসাং। নয়া মডেলের নাম হতে চলেছে Galaxy Z Fold3। বিভিন্ন টেক সাইটের মতে, শীঘ্রই বাজারে আসতে চলেছে এই ফোন। আগের থেকে ১৭ শতাংশ দাম কমিয়ে ফোল্ড ফোন বাজারে আনছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট। 


একই সঙ্গে বাজারে আসছে Galaxy Z Flip3। ইয়োনহ্যাপ এজেন্সির রিপোর্ট বলছে, আগের থেকে ২২ শতাংশ দাম কমিয়ে ফোন বাজারে ছাড়বে স্যামসাং। মূলত, অ্যাপলের প্রযুক্তির সঙ্গে পাল্লা দিতে এই ফোল্ড ফোনকে সামনের সারিতে রাখছে কোম্পানি। চলতি বছরে স্যামসাঙের আরও ফোল্ড ফোন আনতে পারে কোম্পানি। মূলত, ফোল্ড প্রযুক্তি ক্রেতাদের কাছে বেশি করে পৌঁছে দিতেই তাদের এই উদ্যোগ। 


টেক সাইটগুলোর রিপোর্ট সত্যি হলে আগামী ১১ অগাস্ট ফোল্ড ফোনের সঙ্গে আরও নতুন কিছু লঞ্চ করতে চলছে স্যামসাং। Galaxy Z Fold3 এস পেন সাপোর্টের সঙ্গে আসতে পারে। আগের থেকে আরও বড় হবে ফোনের ডিসপ্লে। নতুন মডলে ১২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে থাকতে পারে ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর।টেক সাইটগুলোর মতে, অগাস্টে স্যামসাঙের এই ফোনের পরই সেপ্টেম্বরে বড় ধামাকা করতে চলেছে অ্যাপল। সম্ভবত ওই সময় আইফোন ১৩ লঞ্চ করবে আমেরিকান টেক জায়ান্ট অ্যাপল।