মুম্বই: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। আর সেই জয়ের অন্যতম কারিগর হলেন ভারতীয় দলের তরুণ ওপেনার পৃথ্বী শ। ব্যাট হাতে ২৪ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন পৃথ্বী। এমনকী ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন।
পৃথ্বীর এমন নজরকাড়া পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সেই তালিকায় রয়েছেন পৃথ্বীর বান্ধবী প্রাচী সিং। ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন প্রাচী। যা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। পৃথ্বীকে প্রশংসা করতে গিয়ে হার্টের ইমোজিও পোস্ট করেছেন প্রাচী তাঁর মেসেজে।
অভিনেত্রী প্রাচীর সঙ্গে পৃথ্বীর সম্পর্কের খবর বেশ কয়েকদিন আগেই প্রথম শোনা গিয়েছিল। এরপরে এই পৃথ্বীকে প্রশ্ন করা হলেও কেউ সেই নিয়ে কোনও মন্তব্য করেননি। এমনকী বারবার ২ জন ২ জনের বন্ধু বলেই জানিয়েছিলেন তাঁরা। তবে যতবারই পৃথ্বী ভাল পারফর্ম করেছেন, ততবারই প্রাচী ভালবাসাময় মেসেজ করেছেন।
পৃথ্বী ছাড়াও ক্যাপ্টেন শিখর ধবন ৮৬ রানের ইনিংস খেলেন প্রথম ওয়ান ডে ম্যাচে। এছাড়াও ঈশান কিষাণ ৫৯ রানের ইনিংস খেলেন। প্রথম ওয়ান ডে ম্যাচ খেলতে নেমে ২০ বলে ৩১ রানের মারকুটে ইনিংস খেলেন সূর্যকুমার যাদবও।
উল্লেখ্য, গত বছর অ্যাডিলেড টেস্টে খেলার পর থেকেই জাতীয় দলের বাইরে ছিলেন পৃথ্বী। কিন্তু এরপর ঘরোয়া ক্রিকেটে ও আইপিএলে ধারাবাহিক পারফর্মের জন্য জাতীয় দলের স্কোয়াডে ফের ডাক পেয়েছিলেন। টেস্ট স্কোয়াড ইংল্যান্ডে থাকলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে যে ভারতীয় দল গিয়েছে, তাতে সুযোগ চলে আসে এই তরুণ মুম্বইকরের। প্রথম ওয়ান ডে ম্যাচে নেমেই নিজের জাত চেনালেন পৃথ্বী।
দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে ওপেনিং করেন পৃথ্বী। সেখানে তাঁর সঙ্গী হন শিখর ধবন। জাতীয় দলের জার্সিতেও ধবনের সঙ্গে ওপেনিংয়ে নামলেন পৃথ্বী। আর জুটিতেই যেন লুটি। ওপেনিংয়ে শক্ত পার্টনারশিপেই ম্যাচ প্রতিপক্ষের থেকে বের করে এনেছিলেন ২ জনে। ২৬৩ রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া।