Slim Smartphone: অ্যাপেলের আইফোনের সঙ্গে পাল্লা দিতে আগামী বছর লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি 'এস' সিরিজের একটি ফোন। প্রতি বছর সেপ্টেম্বর মাসে অ্যাপেল সংস্থা নতুন আইফোন সিরিজ লঞ্চ করে। আগামী বছরও তেমনটাই হবে বলে অনুমান। আর ওই সিরিজেই প্লাস মডেলের বদলে লঞ্চ হবে একটি স্লিম ভ্যারিয়েন্ট। আইফোন ১৭ সিরিজ আগামী বছর লঞ্চ হতে পারে। আর সেখানে থাকতে পারে আইফোন ১৭ প্লাস মডেল। শোনা যাচ্ছে, এই ফোনের সঙ্গে পাল্লা দিতেই স্যামসাং লঞ্চ করবে গ্যালাক্সি এস২৫ স্লিম মডেল। দুটো ফোনই আগামী বছর লঞ্চ হবে শোনা গেলেও নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। তবে স্যামসাং গ্যালাক্সি এস২৫ ফ্লিপ ফোন ওই স্মার্টফোনের সিরিজের আরও দুই মডেল স্যামসাং গ্যালাক্সি এস২৫ প্লাস এবং স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা মডেলের মাঝে থাকবে।
স্যামসাং গ্যালাক্সি এস২৫ স্লিম ফোনের ডিজাইন কিংবা ফিচার সম্পর্কে এখনও তেমন কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। তবে এই ফোনের ডিজাইন যে হাল্কা এবং পাতলা হবে ও ফোনটি দেখতে সরু বা স্লিম হবে তা স্পষ্ট। আগের মডেলের তুলনায় কম শক্তিশালী প্রসেসর থাকবে স্যামসাং গ্যালাক্সি এস২৫ স্লিম মডেলে। তবে এই ফোনের ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি থাকবে বেশ নজরকাড়া। আগামী বছর স্যামসাং গ্যালাক্সি এস২৫ স্লিম ফোন কবে লঞ্চ হবে তা নিশ্চিত ভাবে জানা না গেলেও অনুমান হয়তো আগামী বছরের প্রথমার্ধেই এই ফোন লঞ্চ হবে। আপাতত এই ফোন নিয়ে কাজকর্ম করলে স্যামসাং গ্যালাক্সি সংস্থা।
আইফোন ১৭ স্লিম ফোনের ডিজাইন তৈরি হচ্ছে এম৪ আইপ্যাড প্রো- এর থেকে। আইফোন ১৭ প্লাস মডেলের পরিবর্তে আইফোন ১৭ স্লিম লঞ্চের সম্ভাবনা রয়েছে। এই ফোনে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। এই ফোনে ৬.৬ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এবছর অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আইফোন ১৬ সিরিজ লঞ্চ হয়েছে। সেই সূত্রেই অনুমান, আইফোন ১৭ সিরিজ আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ হতে পারে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজে বেস মডেল ছাড়াও প্লাস এবং আলট্রা মডেল লঞ্চ হতে পারে। এর সঙ্গে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এস২৫ স্লিম ফোন।
আরও পড়ুন- অবিশ্বাস ! ৫জি ফোনের দাম এত কম ? কোন ফোন আসতে চলেছে দেশে ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।