5G Phones: ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে ৫জি ফোন (5G Phones)। বাজার ধরতে মরিয়া বিভিন্ন ফোন কোম্পানি। আর সেই সময়েই শাওমি ইন্ডিয়া (Xiaomi India) তাদের সাব-ব্র্যান্ড রেডমির (Redmi 5G Phone) নতুন ৫জি ফোনের লঞ্চের কথা ঘোষণা করেছে। রেডমি এ৪ ৫জি ফোন (Redmi A4 5G) লঞ্চ হতে চলেছে। শোনা যাচ্ছে, এই ফোনের দাম ১০ হাজার টাকার কম হবে। বিভিন্ন সূত্রে এও শোনা যাচ্ছে যে রেডমি এ৪ ৫জি ফোনের দাম ৮০০০ টাকার আশপাশে কিংবা তার থেকে কমও হতে পারে। যদিও এই ফোনের নির্দিষ্ট দাম এখনও জানা যায়নি। আগামী ২০ নভেম্বর রেডমি এ৪ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। কোয়ালকমের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৪এস জেন২ চিপসেট থাকবে এই ফোনে।
রেডমি এ৪ ৫জি ফোনের দাম ভারতে ১০ হাজার টাকা কম হবে বলেই অনুমান করা হয়েছে। বেস ভ্যারিয়েন্টের দামই এতটা কম হবে। ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে রেডমি এ৪ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে। অনুমান, এই ভ্যারিয়েন্টের দাম ৮৪৯৯ টাকা হতে পারে। এর সঙ্গে ক্রেতারা কিছুটা ছাড় পাবেন বলে অনুমান। আর তার জেরেই সম্ভবত রেডমি এ৪ ৫জি ফোনের বেস ভ্যারিয়েন্টের দাম ৮০০০ টাকার কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শাওমি ইন্ডিয়া কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি।
রেডমি এ৪ ৫জি ফোনে ৬.৬৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হতে পারে এই ফোন। এখানে থাকতে চলেছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। এছাড়াও থাকতে পারে ৫১৬০ এমএএইচ ব্যাটারি। একবার পুরো চার্জ দিলে সারাদিন ভালভাবে চালু থাকবে ফোন। ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে রেডমি এ৪ ৫জি ফোনে। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব। ভারতে লঞ্চের পর ফোন নির্মাণকারী সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট অর্থাৎ শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে কেনা যাবে রেডমি এ৪ ৫জি ফোন।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ স্টেটাসে আসছে চমক, নতুন ফিচারে আরও বেশি ইউজার যুক্ত হবেন অ্যাপে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।