Malware Or Virus Attack: আমাদের স্মার্টফোনে যে ম্যালওয়্যার অ্যাটাক (Malware Attack) হয়েছে সেটা বেশ কয়েকটি সাধারণ লক্ষণ দেখেই বোঝা সম্ভব। হয়তো এসব লক্ষণ অনেকসময়েই আমাদের ফোনে দেখাও যায়। তবে ম্যালওয়্যার অ্যাটাক সম্পর্কে ওয়াকিবহাল না থাকার ফলে আমরা বুঝে উঠতে পারি না সমস্যাটা আসলে কোথায়। সহজ ভাষায় বললে ম্যালওয়্যার অ্যাটাক হল এমন একটা পর্যায় যেখানে আপনার ফোনে এমন কিছু জিনিস ঢুকে যাবে যার ফলে ডিভাইসের অ্যাকসেস পৌঁছে যাবে অন্য কারও হাতে। আর তার ফলে বাড়বে বিপদ। আপনার গোপন তথ্য আর নিরাপদে থাকবে না। অতএব সতর্ক থাকা প্রয়োজন।


কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার স্মার্টফোনে ম্যালওয়্যার অ্যাটাক হয়েছে, চলুন দেখে নেওয়া যাক



  • আপনার ফোন হয়তো খুব একটা ব্যবহার হচ্ছে না। অথচ ব্যাটারি থেকে চার্জ শেষ হয়ে যাচ্ছে দ্রুত, তাহলে বুঝতে হবে ফোনে কোনও সমস্যা রয়েছে। সাধারণের তুলনায় ফোনের চার্জ যদি দ্রুত গতিতে শেষ হয় তাহলে এটা ম্যালওয়্যার অ্যাটাকের কারণে হতে পারে। 

  • সাধারণত ম্যালওয়্যার এবং ভাইরাসের মাধ্যমে ডিভাইস থেকে ডেটা সংগ্রহ করে তা স্ক্যামারদের কাছে পাঠানো হয়। এক্ষেত্রে অনেক পরিমাণ ডেটা (ইন্টারনেট ডেটা) খরচ হয়ে যেতে পারে। যদি দেখেন আপনার ফোনের ডেটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে, তাহলে সতর্ক থাকুন। কারণ বিপদ কোথায় লুকিয়ে তা কেউই জানেন না।

  • অনেকসময় দেখা যায় ফোন মারাত্মক স্লো হয়ে গিয়েছে। অথচ ফোনে অনেক অ্যাপ, গেম কিছুই নেই। মারাত্মক ভাবে ব্যবহারও হয় না। অথচ ফোন কাজ করছে খুবই ধীর গতিতে। এক্ষেত্রে কারণ ম্যালওয়্যার অ্যাটাক হতে পারে।

  • আপনার ফোনে ম্যালওয়্যার কিংবা ভাইরাস অ্যাটাক হয়েছে কিনা তা বুঝতে পারবেন ফোনে থাকা অ্যাপের মাধ্যমে। যদি ম্যালওয়্যার অ্যাটাক হয় তাহলে দেখবেন ফোনে এমন অনেক অ্যাপ রয়েছে যা আপনি ইন্সটল করেননি। ফোনে শুরু থেকে প্রি-ইনস্টল করাও ছিল না। এরকম অ্যাপ নজরে পড়লে সতর্ক হয়ে যান।

  • অনেক সময় দেখা যায় ফোনে থাকা অ্যাপ আচমকাই আপনার কাছে বিভিন্ন কারণে 'পারমিশন' চাইবে। ফ্ল্যাশ মেসেজের মাধ্যমে আপনাকে কিছু অ্যালাউ করতে বলা হবে। এছাড়াও যে অ্যাপ নিয়মিত ব্যবহার করছেন হয়তো সেখান থেকেই এমন 'পারমিশন' চেয়ে মেসেজ এল। আপনার ফোনে এমনটা হলে বুঝতে হবে সুরক্ষা অর্থাৎ নিরাপত্তা সংক্রান্ত সমস্যা রয়েছে। 

  • যদি আপনার ফোন সামান্য ব্যবহারের পরেই মারাত্মক গরম হয়ে যায়, অথবা আচমকা সফটওয়্যার আপডেট চেয়ে বসে, অথবা আপনার অনুমতি ছাড়াই কাউকে মেসেজ পাঠানো হয়ে যাচ্ছে, অ্যাপগুলি বিভিন্ন অ্যাকসেস পেয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে নিরাপত্তা সংক্রান্ত সমস্যা হচ্ছে। 


এই লক্ষণগুলি দেখা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারে। দরকারে পুলিশ এবং আইনের সাহায্যও নিতে হতে পারে।


আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোন ভারতে কবে লঞ্চ হতে পারে, কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে?