Samsung Galaxy Smartphone: স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি (Samsung Galaxy F15 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। সংস্থার তরফে আনুষ্ঠানিক কিছু ঘোষণা করা হয়নি। তবে শোনা যাচ্ছে, আগামী ২২ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোন। টিপস্টার মুকুল শর্মা এক্স মাধ্যমে দাবি করেছেন ভারতে লঞ্চের পর এই ফোন কেনা যাবে ফ্লিপকার্ট (Flipkart) থেকে। আর এই ফোনের দাম ১৫ হাজার টাকার কম হবে। কালো, পার্পল এবং সি-গ্রিন এই তিন রঙে স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে। ওই টিপস্টারের দাবি, এই ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এছাড়াও এই ফোনে চারটি জেনারেশনের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যেতে পারে। স্যামসাংয়ের এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট থাকতে পারে। তার সঙ্গে সর্বোচ্চ ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ যুক্ত থাকতে পারে।
স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনে একটি ৬.৫ ইঞ্চির sAMOLED ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ হতে পারে। এই ফোনে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে ডিসপ্লের উপর। আর রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। এই ক্যামেরা ইউনিটে আলট্রা ওয়াইড এবং ম্যাক্রো শুটার থাকতে পারে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনে ২৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকার কথা শোনা গিয়েছে। এই ফোনে পাঁচ বছরের জন্য অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যেতে পারে। এখানে থাকতে পারে ভয়েস ফোকাস ফিচার। গ্যালাক্সি এ সিরিজের ফোনে এই ফিচার দেখা যায়। এর সাহায্যে ফোনকলের সময় ইউজারের সুবিধার জন্য ব্যাকগ্রাউন্ড নয়েজ কমানো সম্ভব। স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনের নাম আগেই দেখা গিয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইট। আর তা থেকেই অনুমান করা হয়েছে যে এই ফোন ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই।
দাম কমেছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ ৫জি ফোনের, কেনা যাবে অ্যামাজন থেকে
স্যামসাং গ্যালাক্সি এস২৩ ৫জি ফোনের দাম লঞ্চের সময় ছিল ৭৪,৯৯৯ টাকা। প্রাথমিক ভাবে ১০ হাজার ছাড় রয়েছে এই ফোনের দামে। ফলে দাম কমে হয়েছে ৬৪,৯৯৯ টাকা। এরপর রয়েছে ৫০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট। তার ফলে এখন স্যামসাং গ্যালাক্সি এস২৩ ৫জি ফোনের দাম ৫৯,৯৯৯ টাকা। যাঁরা এক্সচেঞ্জ অফারের সুবিধা পাবেন তাঁরা প্রায় ২৭ হাজার টাকা ছাড় পেতে পারেন। তবে এই ছাড়ের পরিমাণ পুরোটাই নির্ভর করবে যে ডিভাইস আপনি এক্সচেঞ্জ করছেন সেটা কীরকম পরিস্থিতিতে রয়েছে, তার উপরে। অ্যামাজন পে লেটারের মাধ্যমে ফোন কিনলে নো কস্ট ইএমআই- এর অপশন পাবেন ক্রেতারা। নির্দিষ্ট কিছু ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও থাকবে এই পরিষেবার সুবিধা।
আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হবে শাওমি ১৪ ফোন? কী কী ফিচার থাকতে পারে?