Smartphones Under Rs 10000: ভারতে লঞ্চ হয়েছে লাভা বোল্ড এন১ ৫জি ফোন। লাভা ভারতের সংস্থা। এই কোম্পানির ফোনে ইউজাররা পাবেন অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট। এছাড়াও রয়েছে এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে। এর স্ক্রিনের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। লাভা বোল্ড এন১ ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ১৩ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে অনেক AI ক্যামেরা ফিচারের সাপোর্ট। এই ডুয়াল রেয়ার ক্যামেরায় ৩০ ফ্রেম পার সেকেন্ডে 4K ভিডিও রেকর্ডিং করা সম্ভব। লাভা বোল্ড এন১ ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট রয়েছে। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ফোনটি ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। 

ভারতে লাভা বোল্ড এন১ ৫জি ফোনের দাম, কী কী অফার রয়েছে 

এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৪৯৯ টাকা। অন্যদিকে, এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৯৯৯ টাকা। শ্যাম্পেন গোল্ড এবং রয়্যাল ব্লু- এই দুই রঙে লঞ্চ হয়েছে লাভা সংস্থার নতুন বাজেট ৫জি ফোন। ২৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে ই-কমার্স সংস্থা অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২৫ সেল। সেখানে আর্লি ডিল- এর মধ্যে থাকতে চলেছে লাভা বোল্ড এন১ ৫জি ফোন। ক্রেতারা এসবিআই ক্রেডিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড ইএমআই ট্রানজাকশন ব্যবহার করে এই ফোন কিনলে ৭৫০ টাকা ইন্সট্যান্ট ছাড় পাবেন। এর ফলে লাভা বোল্ড এন১ ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম কমে হবে ৬৭৪৯ টাকা। আর এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম কমে হবে ৭২৪৯ টাকা। 

লাভা বোল্ড এন১ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে একনজরে দেখে নিন 

  • দামে সস্তা হলেও এই ৫জি ফোনের ফিচার কিন্তু যথেষ্ট ভাল। ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। একটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ২ বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে এই ফোনে। 
  • ৬.৭৫ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত এলসিডি স্ক্রিন থাকবে এই ফোনে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাওয়া যাবে। 
  • লাভা সংস্থার নতুন ৫জি ফোনে একটি octa-core Unisoc T765 প্রসেসর রয়েছে। এর সঙ্গে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ রয়েছে। ইনবিল্ট র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে আরও ৪ জিবি বাড়ানো সম্ভব। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজের পরিমাণও ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 
  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরার সেকেন্ডারি সেনসর সম্পর্কে জানা যায়নি। ফোনের স্ক্রিনের উপর ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। এই ফোনে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।