Motorola Phone: ভারতে লঞ্চ হতে চলেছে মোটোরোলার (Motorola Smartphone) নতুন স্মার্টফোন। মোটো জি০৫ ফোন (Moto G05) লঞ্চ হবে এবার। মোটোরোলা 'জি' সিরিজের (Motorola G Series Phone) এই ফোন ভারতে লঞ্চ হবে আগামী ৭ জানুয়ারি, দুপুর ১২টায়। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে এই ফোনের স্পেসিফিকেশন দেখা গিয়েছে। অতএব লঞ্চের পর অনলাইনে মোটো জি০৫ ফোন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এটা নিশ্চিত। মোটোরোলার এই ফোনে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকতে চলেছে। এছাড়াও থাকবে মিডিয়াটেক হেলিও জি৮১ এক্সট্রিম চিপসেট থাকবে। মোটো জি০৫ ফোনে একটি ৫২০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে। এর সঙ্গে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে এই ফোনে। সবুজ এবং লাল রঙে লঞ্চ হবে মোটো জি০৫ ফোন। এই ফোনের ব্যাক প্যানেলে থাকবে একটি ভেগান লেদার ফিনিশ।
মোটো জি০৫ ফোনের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশনের তালিকা দেখে নিন একঝলকে
- এই ফোনে অ্যান্ড্রয়েড ১৫ আউট অফ দ্য বক্সের সাপোর্ট পাবেন গ্রাহকরা। এছাড়াও পাওয়া যাবে ২ বছরের সিকিউরিটি আপডেট।
- মোটো জি০৫ ফোনের স্ক্রিন একটি এলসিডি ডিসপ্লে হতে চলেছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এর উপর সুরক্ষার জন্য থাকবে Corning Gorilla Glass 3 প্রোটেকশন লেয়ার।
- এই ফোনের প্রসেসরের সঙ্গে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ থাকতে পারে। ইনবিল্ট র্যামের পরিমাণ আরও ১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজ ব্যবহার করে এই র্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে বাড়ানো সম্ভব।
- মোটো জি০৫ ফোনে ৫০ মেগাপিক্সেলের কোয়াড পিক্সেল রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। আর ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে।
- এই ফোনে ডুয়াল স্টিরিও স্পিকার থাকার কথা রয়েছে। সেখানে Dolby Atmos সাপোর্ট এবং হাই রজেওলিউশন অডিও সার্টিফিকেট থাকবে।
- মোটো জি০৫ ফোনে একবার পুরো চার্জ দিলে দু'দিন পর্যন্ত চালু থাকবে। এছাড়াও একবার পুরো চার্জে ৩৯ ঘণ্টা পর্যন্ত কথা বলা যাবে।
মোটোরোলা সংস্থা তাদের মোটো জি০৫ ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছিল গতবছর ডিসেম্বর মাসে। এই ফোনের সঙ্গে মোটো ই১৫ ফোনও লঞ্চ হয়েছিল। এবার মোটো জি০৪ ফোনের সাকসেসর হিসেবে মোটো জি০৫ ফোন আসছে ভারতে। দাম হতে পারে ১০ হাজার টাকার কম। তবে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও।
আরও পড়ুন- নতুন বছরের শুরুতেই গ্রাহকদের জন্য ওপ্পো- র উপহার, আসছে কোন ফোন?