5G Phone Under Rs 10000: ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলার নতুন ৫জি ফোন। এই ৫জি ফোন কেনা যাবে ১০ হাজার টাকারও কম দামে। তবে দামে সস্তা হলেও এই ফোনের ফিচার কিন্তু যথেষ্টই আকর্ষণীয়। এমন নয় যে দাম কম বলে মোটোরোলার সংস্থা তাদের এই ৫জি ফোনের ফিচারে কোনও খামতি রেখেছে। মোটো জি৩৫ ৫জি এই ফোন ভারতে লঞ্চ হয়েছে সম্প্রতি। এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। একটি ৬.৭২ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত এলসিডি স্ক্রিন রয়েছে, যার উপরে সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ২ প্রোটেকশন লেয়ার।
মোটো জি৩৫ ৫জি ফোনের দাম
এই ফোন ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়েই লঞ্চ হয়েছে ভারতে, যার দাম ৯৯৯৯ টাকা। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং অফিশিয়াল মোটোরোলা ইন্ডিয়া স্টোর থেকে। গুয়াভা রেড, লিফ গ্রিন এবং মিডনাইট ব্ল্যাক- এই তিন রঙে মোটোরোলার নতুন ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে।
মোটো জি৩৫ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন
- এই ফোনে রয়েছে ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৩ প্রোটেকশন। অ্যান্ডড়য়েড ১৪ সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে।
- একটি Unisoc T760 প্রসেসর রয়েছে মোটো জি৩৫ ৫জি ফোনে। ইউজারদের চোখের আরামের জন্য Vision Booster এবং Night Vision Mode- এই দুই বিশেষ ফিচারের সাপোর্ট রয়েছে মোটো জি৩৫ ৫জি ফোনে।
- মোটো জি৩৫ ৫জি ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের কোয়াড পিক্সেল প্রাইমারি সেনসরের সঙ্গে একটি ৮ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।
- ৫০০০ এমএইচের শক্তিশালী ব্যাটারি এবং ২০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে মোটো জি৩৫ ৫জি ফোনে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না মোটোরোলার এই ফোন। ভেগান লেদার ফিনিশও রয়েছে এই ফোনে।
- ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এছাড়াও ডুয়াল ব্যাঙ্ক ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, জিপিএস এবং ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে এই ফোনে।