কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নতুন বছরের দ্বিতীয় সপ্তাহেই হবে ধুন্ধুমার লড়াই। ১১ জানুয়ারি বাঙালি ফুটবলপ্রেমীদের সেই বহুপ্রতীক্ষিত দিন। সেদিনই সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে ফুটবল মাঠের চিরন্তন প্রতিদ্বন্দ্বিতার ছবি দেখবেন ক্রীড়াপ্রেমীরা। মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসি।
ফুটবল ডার্বির সেউ উন্মাদনার রেশ মেলানোর আগেই বাংলার ক্রীড়াপ্রেমীরা আর এক রোমাঞ্চকর অভিজ্ঞতার স্বাদ নিতে পারবেন চেটেপুটে। কারণ, আইএসএল ডার্বির ঠিক চারদিনের মাথায় ফের ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান লড়াই। এবার ক্রিকেটের বাইশ গজে।
সিএবি পরিচালিত প্রথম ডিভিশন লিগে গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচগুলি হবে আগামী ১৫-১৭ জানুয়ারি, বুধ, বৃহস্পতি ও শুক্রবার। গ্রুপ এ-তে তিনদিনের সেই ম্যাচে সল্ট লেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব।
গ্রুপ এ-তে সেদিন টুয়েন্টি টু ইয়ার্ডস মাঠে মুখোমুখি হবে ইউনাইটেড ক্লাব ও ভবানীপুর ক্লাব। গয়েশপুর মাঠে তপন মেমোরিয়ালের খেলা পড়েছে বড়িশা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। দেশবন্ধু পার্কে মুখোমুখি হবে কালীঘাট ক্লাব ও মহমেডান স্পোর্টিং।
আরও পড়ুন: কোয়ার্টার ফাইনালে হার্দিক-ক্রুণালদের সামনে দৌড় শেষ বাংলার, ফের ট্রফি-শূন্য টুর্নামেন্ট
বিজয় মার্চেন্ট ট্রফিতে সচিনের সেঞ্চুরি
অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে ঘুরে দাঁড়াল বাংলা। সেঞ্চুরি করল সচিন যাদব। যার কাঁধে রয়েছে নেতৃত্বের দায়ভারও। ৩০৫/৭ স্কোর তুলল বাংলা। ১৪১ বলে ১০২ রান করল সচিন। বুধবার সুরাটে প্রথম দিনের শেষে গোয়ার বিরুদ্ধে বাংলার স্কোর ৩০৫/৭।
সচিন ছাড়াও রান পেয়েছে অগ্যস্ত শুক্ল (৬৬) ও রাজদীপ খান (৬৩)। অগ্যস্ত বাংলার প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান কোচ লক্ষ্মীরতন শুক্লর ছেলে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর বাংলার ইনিংস শুরুতেই জোরাল ধাক্কা খায়। ১৮ ওভারে মাত্র ৫১ রানে পাঁচ উইকেট পড়ে যায়। সেখান থেকেই ষষ্ঠ উইকেটে অগ্যস্ত ও রাজদীপ ১১৩ রানের জুটি গড়ে বাংলাকে ম্যাচে ফেরায়। বাংলার স্কোর ১৬০ পেরিয়ে যায়। সেখান থেকে সচিন যাদবের দাপুটে ইনিংসের শুরু।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।