Realme 5G Phone: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি সি৬৩ ৫জি ফোন (Realme C63 5G)। এটি একটি বাজেট ফোন (Budget Smartphone)। অর্থাৎ ৫জি মডেল (5G Phone) হলেও দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই রয়েছে। রিয়েলমির এই ফোন পরিচালিত হবে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেটের সাহায্যে। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। রিয়েলমি সি৬৩ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ফরেস্ট গ্রিন এবং স্টারি গোল্ড- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি সি৬৩ ৫জি ফোন। আগামী ২০ অগস্ট থেকে এই ফোনের বিক্রি শুরু হচ্ছে। কেনা যাবে ফ্লিপকার্ট থাকে। এছাড়াও পাওয়া যাবে রিয়েলমি ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে।
ভারতে রিয়েলমি সি৬৩ ৫জি ফোনের দাম
- এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা।
- এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা।
- এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা।
নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে ক্রেতারা ১০০০ টাকা ছাড় পাবেন। তার ফলে রিয়েলমি সি৬৩ ৫জি ফোনের উল্লিখিত তিনটি ভ্যারিয়েন্টের দাম কমে হবে যথাক্রমে ৯৯৯৯ টাকা, ১০,৯৯৯ টাকা এবং ১১,৯৯৯ টাকা। অতএব ১০ হাজার টাকার কম দামে কেনা যাবে রিয়েলমি সি৬৩ ৫জি ফোন।
রিয়েলমি সি৬৩ ৫জি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে দেখে নিন
- ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১৪ বেসড Realme UI 5.0 - এর সাপোর্ট। তিন বছরের সিকিউরিটি আপডেট এবং দু'বছরের সফটওয়্যার আপডেট পাওয়া যাবে রিয়েলমি সি৬৩ ৫জি ফোনে।
- এই বাজেট ৫জি ফোনে একটি ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে ইউজাররা এইচডি প্লাস রেজোলিউশন পাবেন। এছাড়াও এই ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ।
- ফোনের ইনবিল্ট ৮ জিবি র্যামের পরিমাণ ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। Mini Capsule 2.0 সাপোর্ট রয়েছে রিয়েলমির এই ফোন।
- রিয়েলমি সি৬৩ ৫জি ফোনে ৩২ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে যেখানে এআই ফিচার যুক্ত রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- এই ফোনের ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব বলে জানা গিয়েছে।
- রিয়েলমি সি৬৩ ৫জি ফোনে একবার পুরো চার্জ দিলে অর্থাৎ ১০০ শতাংশ চার্জ থাকলে তা ২৯ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইমে থাকবে। এছাড়াও একবারের পুরো চার্জে ৪০ ঘণ্টার বেশি সময় কলিং টাইম সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে।
আরও পড়ুন- ভারতে গুগল পিক্সেল ৯ সিরিজের কোন কোন ফোন লঞ্চ হবে? কোথা থেকে কেনা যাবে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।