Google Pixel 9 Series: গুগল পিক্সেল ৯ সিরিজ (Google Pixel 9 Series) গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে ১৩ অগস্ট। আর ভারতে এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হবে ১৪ অগস্ট। গুগল পিক্সেল ৯ সিরিজে লঞ্চ হবে ফোল্ডেবল ফোনও। ইতিমধ্যেই ফ্লিপকার্টে (Flipkart) এই স্মার্টফোন সিরিজের দু'টি মডেল গুগল পিক্সেল ৯ প্রো এক্সএল (Google Pixel 9 Pro XL) এবং গুগল পিক্সেল ৯ প্রো ফোল্ড (Google Pixel 9 Pro Fold) - এগুলির নাম দেখা গিয়েছে। অথচ গুগল পিক্সেল ৯ (Google Pixel 9) অর্থাৎ ভ্যানিলা বা বেস মডেল এবং গুগল পিক্সেল ৯ প্রো (Google Pixel 9 Pro) - এই দুই ফোনের নাম দেখা যায়নি ফ্লিপকার্টে। তার থেকেই অনুমান করা হচ্ছে যে গুগল পিক্সেল ৯ সিরিজের বেস এবং প্রো মডেল হয়তো ভারতে লঞ্চ হবে না। তবে নিশ্চিত ভাবে গুগল সংস্থার তরফে এখনও কিছু ঘোষণা করা হয়নি। অন্যদিকে জানা গিয়েছে, ভারতে লঞ্চের পর গুগল পিক্সেল ৯ সিরিজের ফোন ভারতে লঞ্চের পর অফলাইনে রিলায়েন্স ডিজিটাল এবং ক্রোমা থেকেও কেনা যাবে, অনলাইনে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের পাশাপাশি। গ্লোবাল মার্কেটে গুগল পিক্সেল ৯ সিরিজের চারটি ফোনই লঞ্চ হবে বলে অনুমান। তবে ভারতে কোন কোন মডেল লঞ্চ হবে তা এখনও নিশ্চিত নয়। যদিও ফ্লিপকার্টে যে দুই মডেলের নাম দেখা গিয়েছে সেগুলি লঞ্চ হবেই দেশে। এমনটাই অনুমান করা হচ্ছে। 


ভারতে গুগল পিক্সেল ৯ সিরিজের ফোনের দাম কত হতে পারে 


ভারতে গুগল পিক্সেল ৯ সিরিজের এই ফোনগুলির দাম কত হবে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, গুগল পিক্সেল ৯ ফোনের দাম ৭৫ হাজার টাকার আশপাশে থাকতে পারে। অন্যদিকে গুগল পিক্সেল ৮ প্রো মডেল ভারতে লঞ্চ হয়েছিল ১,১০,০০০ টাকায়। অনুমান গুগল পিক্সেল ৯ প্রো ফোনের দাম তার থেকে বেশিই হবে। তবে গুগল কর্তৃপক্ষ নির্দিষ্ট ভাবে কিছু ঘোষণা করেনি। গুগল পিক্সেল ৯ এবং গুগল পিক্সেল ৯ প্রো ফোন ভারতে আদৌ লঞ্চ হবে কিনা তা নিশ্চিত নয়। আর এই দুই ফোনের দাম গুগল পিক্সেল ৮ সিরিজের তুলনায় যদি বেশি হয় তাহলে এটা নিশ্চিত যে গুগল পিক্সেল ৯ প্রো এক্সএল এবং গুগল পিক্সেল ৯ প্রো ফোল্ড- এই দুই ফোনের দাম আরও অনেকটাই বেশি হবে। 


আরও পড়ুন- বিএসএনএল- এর ২৪৯ টাকার রিচার্জ প্ল্যানে, কী কী সুযোগ-সুবিধা রয়েছে ইউজারদের জন্য? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।