Vivo Phones: ভারতে লঞ্চ হয়েছে ভিভো টি৪ লাইট ৫জি ফোন। এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এই ফোনের স্ক্রিনের উপর ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। ভিভো টি৪ লাইট ৫জি ফোনে একটি ৬ এনএম অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট রয়েছে। এছাড়াও ভিভো 'টি' সিরিজের এই ৫জি ফোনে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না এই ফোন। 

ভারতে ভিভো টি৪ লাইট ৫জি ফোনের দাম কত 

এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৯৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের মডেল যার দাম ১০,৯৯৯ টাকা। এর পাশাপাশি এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। অনলাইনে এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং ভিভো ইন্ডিয়া ই-স্টোর থেকে। এছাড়াও অফলাইনে কেনা যাবে বিভিন্ন রিটেল স্টোর থেকে। ২ জুলাই এই ফোনের বিক্রি শুরু হবে। দুটো রঙে ভিভো টি৪ লাইট ৫জি ফোন লঞ্চ হয়েছে। 

ভিভো টি৪ লাইট ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে 

  • ভিভো টি৪ লাইট ৫জি ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। অ্যান্ড্রয়েড ১৫ বেসড FuntouchOS 15- এর সাহায্যে পরিচালিত হবে ফোন। 
  • একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট রয়েছে এই ফোনে। এখানে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। এই স্টোরেজের পরিমাণ ২ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব মাইক্রো এসডি কার্ডের সাহায্যে। 
  • ভিভোর এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর রয়েছে। একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট রয়েছে এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে। ফোনের ডিসপ্লের উপর ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। এআই যুক্ত একাধিক ফটো বা ইমেজ এডিটিং ফিচার রয়েছে এই ফোনে। 
  • ভিভো টি৪ লাইট ৫জি ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৫ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। ইউএসবি টাইপ-সি পোর্ট দিয়ে এই ফোনে চার্জ দেওয়া যাবে। ফোনের ওজন প্রায় ২০২ গ্রাম। এটি একটি শক্তপোক্ত ফোন। কোনওভাবে হাত থেকে পড়ে গেলেও চট করে ভেঙে যাওয়ার সম্ভাবনা কম।