Poco Phones: পোকো এম৬ প্লাস ৫জি ফোন (Poco M6 Plus 5G) লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ AE (accelerated edition) চিপসেট। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি পর্যন্ত র্যাম। ডুয়াল সাইডেড গ্লাস ডিজাইন (Dual Sided Glass Design) নিয়ে লঞ্চ হয়েছে পোকো এম৬ প্লাস ৫জি ফোন। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে পোকো-র নতুন ৫জি ফোনে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে ৬.৭৯ ইঞ্চির ডিসপ্লে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৩ প্রোটেকশন।
ভারতে পোকো এম৬ প্লাস ৫জি ফোনের দাম কত
দেশে এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৪৯৯ টাকা। আগামী ৫ অগস্ট থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। গ্রাফাইট ব্ল্যাক, আইস সিলভার এবং মিস্টি ল্যাভেন্ডার- এই তিনটি রঙে পোকো এম৬ প্লাস ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে।
পোকো এম৬ প্লাস ফোনে কী কী ফিচার রয়েছে
- এই ফোনে রয়েছে ৬.৭৯ ইঞ্চির ডিসপ্লে যার অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং এই ডিসপ্লেতে পাওয়া যাবে পুরোপুরি এইচডি প্লাস রেজোলিউশন। এই ডিসপ্লের উপর সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস ৩ প্রোটেকশন লেয়ার রয়েছে।
- এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ AE (accelerated edition) প্রসেসর রয়েছে। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। এই র্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে আরও ৮ জিবি বাড়ানো সম্ভব।
- অ্যান্ড্রয়েড ১৪ বেসড HyperOS- এর সাহায্যে পরিচালিত হবে পোকো এম৬ প্লাস ফোন। দুটো অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে এই ফোনে। সঙ্গে থাকবে চার বছরের সিকিউরিটি আপডেট।
- পোকো এম৬ প্লাস ৫জি ফোনের ডুয়াল ক্যামেরা সেটআপে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর যা থ্রি এক্স জুম সাপোর্ট যুক্ত। এর সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। ফোনের ডিসপ্লের উপর ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
- এই ফোনে ৫০৩০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট সাপোর্ট রয়েছে পোকো এম৬ প্লাস ৫জি ফোনে।
আরও পড়ুন- ভারতে হাজির রিয়েলমি ১৩ প্রো প্লাস ফোন, দাম কত? কেনার আগে দেখে নিন ফিচার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।