Smartphones Under Rs 15000: রিয়েলমি সি৮৫ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। ডিসেম্বরের শুরু থেকেই আরম্ভ হবে বিক্রি। রিয়েলমির এই ফোনে রয়েছে ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। একবার পুরো চার্জ দিলে ২২ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক, ৫০ ঘণ্টার কলিং, ১৪৫ ঘণ্টার মিউজিক প্লেব্যাক সাপোর্ট পাবেন ইউজাররা। মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট রয়েছে রিয়েলমি সি সিরিজের এই ৫জি ফোনে। এর সঙ্গে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। দুটো রঙে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি সি৮৫ ৫জি ফোন।
ভারতে রিয়েলমি সি৮৫ ৫জি ফোনের দাম কত, কবে থেকে শুরু হবে বিক্রি, কেনা যাবে কোথা থেকে
এই ফোনের ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৪৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৭,৯৯৯ টাকা। লঞ্চ অফার হিসেবে এই ফোন কিছুটা কম দামে কেনা যাবে। বেস মডেল পাওয়া যাবে ১৪,৯৯৯ টাকা। আর আরেকটি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ১৬,৪৯৯ টাকায়। ১ ডিসেম্বর থেকে রিয়েলমি সি৮৫ ৫জি ফোনের বিক্রি শুরু হবে ভারতে। রিয়েলমির অনলাইন স্টোর এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই ফোন।
রিয়েলমি সি৮৫ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- ৬.৮ ইঞ্চির এলসিডি স্ক্রিন রয়েছে এই ফোনে। সেখানে এইচডি প্লাস রেজোলিউশন সাপর্ট পাবেন ইউজাররা। এর উপর সুরক্ষার জন্য থাকবে কর্নিং গ্লাস প্রোটেকশন লেয়ার। রিয়েলমি সি৮৫ ৫জি ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ (সর্বোচ্চ)।
- এই ফোনের ৬ জিবি ইনবিল্ট র্যামের পরিমাণ বাড়ানো যাবে ভার্চুয়াল ভাবে। ডায়নামিক র্যাম ফিচারের সাহায্যে ১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। রিয়েলমির দাবি, এই ফোনে একসঙ্গে ১৭টি অ্যাপ চালানো যাবে। ফোন নাগাড়ে ব্যবহারের পর যাতে গরম হয়ে না যায়, তার জন্যে থাকবে ভেপার চেম্বার।
- এই ফোনে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। এই ফোন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। ফলে ধুলো ও জলে রিয়েলমি সি৮৫ ৫জি ফোন সহজে নষ্ট হবে না।
- ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারির সঙ্গে রিয়েলমির এই ফোনে ৪৫ ওয়াটের SuperVOOC ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনের ওজন প্রায় ২১৫ গ্রাম।