Realme Phones: রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি (Realme Narzo 80 Pro 5G) এবং রিয়েলমি নারজো ৮০এক্স ৫জি (Realme Narzo 80x 5G) - এই দুই ফোন ভারতে লঞ্চ হয়েছে একই দিনে। রিয়েলমির নারজো সিরিজের এই দুই ফোনেই রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট। প্রো মডেলে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০ চিপসেট। অন্য ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৪০০ প্রসেসর। রিয়েলমি নারজো সিরিজের এই দুই ৫জি ফোনেই রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি। প্রো মডেলে ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। আর একটি ফোনে ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
ভারতে রিয়েলমি নারজো ৮০এক্স ৫জি এবং রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি ফোনের দাম, অফার, কোথা থেকে কেনা যাবে, দেখে নিন
রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি ফোনের দাম ১৯,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে দেশে। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ রয়েছে এই ভ্যারিয়েন্টে। এছাড়াও এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২১,৪৯৯ টাকা। আর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৩,৪৯৯ টাকা। নিট্রো অরেঞ্জ, রেসিং গ্রিন এবং স্পিড সিলভার- এই তিন রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি ফোন।
রিয়েলমি নারজো ৮০এক্স ৫জি ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৩,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। ডিপ ওশান এবং সানলাইট গোল্ড - এই দুই রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো ৮০এক্স ৫জি ফোন।
রিয়েলমি নারজো ৮০ সিরিজের এই দুই ৫জি ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। প্রো ভ্যারিয়েন্টের আর্লি বার্ড সেল শুরু হচ্ছে ৯ এপ্রিল সন্ধে ৬টা থেকে, চলবে মাঝরাত পর্যন্ত। রিয়েলমি নারজো ৮০এক্স ৫জি ফোনের আর্লি বার্ড সেল শুরু হবে ১১ এপ্রিল সন্ধে ৬টা থেকে, চলবে মধ্যরাত পর্যন্ত। আর্লি বার্ড সেলে ক্রেতারা ২০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন।
ছাত্রছাত্রীরা রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি ফোন কেনার সময় ১২৯৯ টাকা ছাড় পাবেন। স্টুডেন্ট আইডেন্টিটির প্রমাণ দিতে হবে। তবেই এই স্পেশ্যাল অফার পাওয়া যাবে। রিয়েলমি নারজো ৮০ সিরিজের এই দুই ৫জি ফোনেই রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। প্রো মডেলে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর এবং অন্য ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।