Realme Phones: রিয়েলমি ভারতে লঞ্চ করেছে বাজেট সেগমেন্টের একটি ৫জি ফোন। এবার লঞ্চ হয়েছে রিয়েলমি পি৩ লাইট ৫জি ফোন। এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে। এই স্ক্রিনের এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। জানা গিয়েছে, এটি একটি এলসিডি স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট রয়েছে রিয়েলমির এই ফোনে। এর সঙ্গে যুক্ত রয়েছে ৬ জিবি পর্যন্ত র্যাম। এই ফোনে র্যাম এক্সপ্যানশন ফিচারের সাহায্যে ইনবিল্ট র্যামের পরিমাণ প্রায় ১৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এটি ভার্চুয়াল র্যাম। আর স্টোরেজের পরিমাণ এসডি কার্ডের সাহায্যে ২ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
এই ফোনে ইউজাররা পাবেন অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট। realme UI 6.0 এর সাহায্যে পরিচালিত হবে নতুন ফোন। রিয়েলমি পি৩ লাইট ৫জি ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ৩২ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। ফোনের স্ক্রিনের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। রিয়েলমির এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। এই ফোনে রয়েছে Military-Grade Shock Resistance সার্টিফিকেশন। অতএব ফোন যে বেশ শক্তপোক্ত তা বোঝাই যাচ্ছে। রিয়েলমি পি৩ লাইট ৫জি ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। Rainwater Smart Touch ফিচার রয়েছে রিয়েলমির এই ফোনে। এর ফলে ভেজা হাতেও ফোন ব্যবহার করা যাবে।
রিয়েলমি পি৩ লাইট ৫জি ফোনের ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৪৯৯ টাকা। এছাড়াও এই ফোনে রয়েছে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের মডেল যার দাম ১১,৪৯৯ টাকা। ২২ সেপ্টেম্বর রাত ১২টা থেকে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট, রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইটের পাশাপাশি অফলাইনেও কেনা যাবে এই ফোন। ক্রেতারা ১০০০ টাকা ফ্ল্যাট ব্যাঙ্ক অফার পাবেন, নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্কের কার্ডে ফোন কেনাকাটা করলে। এই দামগুলি অফার প্রাইস হিসেবে ধার্য হয়েছে। আদতে রিয়েলমি পি৩ লাইট ৫জি ফোনের ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১২,৯৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। লিলি হোয়াইট, পার্পল ব্লসম, মিডনাইট লিলি- এই তিন রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি পি৩ লাইট ৫জি ফোন।