Smartphones Under Rs 15,000: ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ১৭ ৫জি ফোন। স্যামসাংয়ের নিজস্ব Exynos চিপসেট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। এই ফোনে একটি ৫ এনএম Exynos ১৩৩০ চিপসেট সাপোর্ট পাবেন ইউজাররা। এই ফোন মাত্র ৭.৫ মিলিমিটার পুরু। ফোনটি যথেষ্ট পাতলা এবং হাল্কা ডিজাইনের। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে স্যামসাং গ্যালাক্সি এফ১৭ ৫জি ফোন। এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে Corning Gorilla Glass Victus ডিসপ্লে প্রোটেকশন। এছাড়াও স্যামসাংয়ের এই ৫জি ফোনে রয়েছে এলাধিক গ্যালাক্সি AI ফিচারের সাপোর্ট। সেই তালিকায় গুগল জেমিনি এবং সার্কেল টু সার্চও রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি ফোন অগস্ট মাসে ভারতে লঞ্চ হয়েছিল। নতুন স্যামসাং গ্যালাক্সি এফ১৭ ৫জি ফোনের সঙ্গে এই মডেলের ফিচারের অনেক মিল রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এফ১৭ ৫জি ফোনের দাম, কী কী রঙে লঞ্চ হয়েছে, কোথা থেকে এবং কবে থেকে কেনা যাবে, কী কী অফার রয়েছে
স্যামসাং গ্যালাক্সি এফ১৭ ৫জি ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৪,৯৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। নিও ব্ল্যাক এবং ভায়োলেট পপ- এই দুই রঙে কেনা যাবে ফোন। পাবেন স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং নির্দিষ্ট রিটেল দোকানে।
ক্রেতারা ৫০০ টাকা ক্যাশব্যাক পাবেন যদি এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড এবং ইউপিআই ট্রানজাকশনের মাধ্যমে ফোন কেনেন তাহলে। অফিশিয়াল বিবৃতিতে এমনটাই জানিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ। এছাড়াও ৬ মাসের জন্য নো-কস্ট ইএমআই- এর অপশন থাকছে ক্রেতাদের জন্য।
স্যামসাং গ্যালাক্সি এফ১৭ ৫জি ফোন কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- এই ফোনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত Infinity-U Super AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
- ইউজাররা অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাবেন এই ফোনে। এছাড়াও স্ক্রিনের উপর থাকছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- স্যামসাং গ্যালাক্সি এফ১৭ ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর এবং ৫ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে। অর্থাৎ ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। মেন সেনসরে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার রয়েছে।