Vivo Smartphones: ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই৩১ সিরিজের দু'টি ফোন। ভিভো ওয়াই৩১ ৫জি এবং ভিভো ওয়াই৩১ প্রো ৫জি- এই দুই ফোন লঞ্চ হয়েছে ভারতে। ভিভো ওয়াই৩১ ৫জি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। তার সঙ্গে রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ। ভিভো ওয়াই৩১ প্রো ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। ভিভো ওয়াই৩১ ৫জি ফোন ৪ জিবি ও ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছে। ভিভো ওয়াই৩১ প্রো ৫জি ফোন ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছে। ভিভো ওয়াই৩১ ৫জি সিরিজের এই দুই ফোনেই রয়েছে ৬৫০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি সাপোর্ট। এছাড়াও দুই ফোনেই রয়েছে ৪৪ ওয়াটের চার্জিং সাপোর্ট। ভিভো ওয়াই৩১ ৫জি সিরিজের দুই ফোনে একই সেলফি ক্যামেরা সেনসর, ৮ মেগাপিক্সেলের সেনসর রয়েছে ডিভাইসের ডিসপ্লের উপর।
ভারতে ভিভো ওয়াই৩১ ৫জি সিরিজের দুই ফোনের দাম কত, কী কী রঙে লঞ্চ হয়েছে, ক্রেতাদের জন্য কী কী অফার থাকছে, কোথা থেকে কেনা যাবে, জেনে নিন বিশদে
ভিভো ওয়াই৩১ ৫জি ফোনের ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৬,৪৯৯ টাকা। রোজ রেড এবং ডায়মন্ড গ্রিন- এই দুই রঙে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই৩১ ৫জি ফোন।
ভিভো ওয়াই৩১ প্রো ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২০,৯৯৯ টাকা। মোচা ব্রাউন, ড্রিমি হোয়াইট- এই দুই রঙে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই৩১ প্রো ৫জি ফোন।
ভিভো ওয়াই৩১ ৫জি সিরিজের এই দুই ফোন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট, ভিভো-র অফিশিয়াল ওয়েবসাইট এবং অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে। ক্রেতারা ১৫০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন অথবা ৮ মাসের ইন্টারেস্ট-ফ্রি ইএমআই অপশন পাবেন। এসবিআই, ডিবিএস, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, ফেডেরাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা- র ক্রেডিট এবং ডেবিট কার্ডে এইসব সুবিধা পাওয়া যাবে।
অন্যদিকে কয়েকদিন আগেই ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এফ৩১ ৫জি সিরিজ। এই স্মার্টফোন সিরিজের সমস্ত ফোনে ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি রয়েছে। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর, যার সঙ্গে যুক্ত রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার। ওপ্পো এফ৩১ ৫জি, ওপ্পো এফ৩১ প্রো ৫জি এবং ওপ্পো এফ৩১ প্রো প্লাস ৫জি - এই তিনটি ফোন লঞ্চ হয়েছে।