6000 mAh Battery: ফোন কেনার সময় আজকাল অনেকেই ব্যাটারি ক্যাপাসিটি (Batrery Capacity) দেখে এবং ফোনের চার্জিং ফিচার দেখে ফোন কেনেন। ভারতের বাজারে ৬০০০ এমএএইচ ব্যাটারি (6000 mAh Battery) যুক্ত অনেক ফোনই লঞ্চ হয়েছে। তার মধ্যে সব ফোনের জন্য যে দাম আকাশছোঁয়া তা নয়। নীচের তালিকায় বেশ কয়েকটি ফোন সম্পর্কে আলোচনা করা হল যেখানে ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে এবং দামও আকাশছোঁয়া নয়। 


আইটেল পি৪০ 


এই ফোনে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি। অথচ ফোনের দাম মাত্র ৫৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে কিনতে পারবেন এই ফোন। আইটেল পি৪০ ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির IPS LCD ডিসপ্লে। এখানে পাওয়া যাবে এইচডি প্লাস রেজোলিউশন। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে আইটেল পি৪০ ফোনে। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে একটি Unisoc চিপসেট, ৪ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। আইটেল পি৪০ ফোনে একটি ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোন পরিচালিত হয় অ্যান্ড্রয়েড ১২ গো এডিশনের সাহায্যে। 


টেকনো পোভা ৫ 


এই ফোনেও রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি। তার সঙ্গে রয়েছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। অ্যামাজন ইন্ডিয়া, এই ই-কমার্স সংস্থার ওয়েবসাইট থেকে টেকনো পোভা ৫ ফোন কেনা যাবে ১১,৯৯৯ টাকায়। এই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির IPS LCD ডিসপ্লে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। আর এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। টেকনো পোভা ৫ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট রয়েছে। আর রয়েছে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। টেকনো সংস্থার এই ফোন পরিচালিত হয় অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম এবং HiOS 13 - এর সাপোর্টে। 


স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি 


এই ফোনের দাম অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে ১৪,৯৯৯ টাকা। ৬০০০ এমএএইচ ব্যাটারি যুক্ত এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির Super AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর দেখা যাবে। স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে ২৫ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম এবং One UI 6- এর সাহায্যে এই ফোন পরিচালিত হবে। 


আরও পড়ুন- মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোন লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে কার্ভড ডিসপ্লে, দাম কত? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।