Motorola Smartphones: ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোন (Motorola Edge 50 Fusion Phone)। লেনোভো (Lenovo) অধিকৃত সংস্থা মোটোরোলার 'এজ' সিরিজের (Motorola Edge Series Phone) এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্সের (Android 14 Out Of The Box) সাপোর্ট। তিনটি গুরুত্বপূর্ণ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপগ্রেড (Three Android Operating Sysytem Upgrades) পাওয়া যাবে মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনে, এমনই দাবি সংস্থার। এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির একটি pOLED স্ক্রিন যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এছাড়াও রয়েছে একটি ৫০০০ এমএএইচ (mAh) ব্যাটারি এবং ৬৮ ওয়াটের TurboPower চার্জিং সাপোর্ট। মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনে রয়েছে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এক্স জেন ২ চিপ। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ যুক্ত থাকবে।
ভারতে মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনের দাম কত, কোথা থেকে কেনা যাবে, কবে থেকে এই ফোনের বিক্রি শুরু হবে এবং কী কী রঙে কেনা যাবে এই ফোন, কী কী অফার রয়েছে ক্রেতাদের জন্য- জেনে নিন সবিস্তারে
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা। এছাড়াও ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ২৪,৯৯৯ টাকা। মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোন ভারতে লঞ্চ হয়েছে হট পিঙ্ক এবং মার্শমেলো ব্লু- এই দুই রঙে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোন। এর সঙ্গে রয়েছে ভেগান লেদার ফিনিশ। এছাড়াও রয়েছে ফরেস্ট ব্লু রঙের ফোন যেখানে polymethyl methacrylate (PMMA) ফিনিশ দেখা যাবে।
আগামী ২২ মে মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনের বিক্রি শুরু হবে। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট ইন্ডিয়া ই-কমার্স সংস্থা এবং মোটোরোলার অফিশিয়াল ওয়েবসাইট থেকে। আর অফলাইনে এই ফোন পাবেন দেশের বিভিন্ন রিটেল স্টোরে। আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ক্রেডিট কার্ড ইএমআই ট্রানজাকশনে মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোন কিনলে ক্রেতারা ২০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় পাবেন।
মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে দেখে নিন
- ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে এই ফোনে। ডিসপ্লেতে পাওয়া যাবে এইচডি প্লাস রেজোলিউশন। এটি একটি কার্ভড ডিসপ্লে। তার উপরে সুরক্ষার জন্য রয়েছে Gorilla Glass 5 প্রোটেকশন। তার ফলে ফোন হাত থেকে অসাবধানে পড়ে গেলেও সহজে ভাঙবে না স্ক্রিন।
- এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এছাড়াও ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
আরও পড়ুন- রিয়েলমি জিটি ৬টি ফোনের চার্জিং ফিচার কেমন হতে চলেছে? আর কী চমক থাকছে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।