Smartphones Under Rs 20000: ২০২৩ সাল প্রায় শেষ হতে চলেছে। নভেম্বর মাসের একদম শেষ পর্যায়ে রয়েছি আমরা। এরপর বাকি আর একটাই মাস। তারপর নতুন বছর, ২০২৪ সাল। বছর শেষে রয়েছে ক্রিসমাস। এছাড়াও পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানানোর পালা। এই সময় অনেক ই-কমার্স সংস্থায় সেল চলে। ফলে দাম কমে বিভিন্ন ফোনের (Smartphones)। এছাড়াও অনলাইনে প্রায় সব সংস্থার ফোনের ক্ষেত্রেই দাম মার্কেট রেট প্রাইসের থেকে কিছুটা কমে। যদি বছর শেষে ফোন (Smartphones Under Rs 20000) কেনার পরিকল্পনা থাকে তাহলে ২০ হাজার টাকার মধ্যে কোন কোন ফোন আপনি কিনতে পারবেন, একনজরে দেখে নেওয়া যাক। 


মোটো জি৮৪ ৫জি 


মোটোরোলার এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপ। তার সঙ্গে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। এই স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব। এই ফোনে ৬.৫ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস pOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর, যেখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত রয়েছে। মোটো জি৮৪ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। একবার চার্জ দিলে ফোনে প্রায় দেড় দিন চার্জ থাকবে বলে দাবি করেছে মোটোরোলা সংস্থা। মোটো জি৮৪ ফোনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে ডিসপ্লের উপর। ফ্লিপকার্টে এই ফোনের দাম শুরু হচ্ছে ১৭,৯৯৯ টাকা থেকে। Viva Magenta রঙে এই ফোনটি পাওয়া যাবে। 


রিয়েলমি ১০ প্রো ৫জি 


এই ফোনে ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত এলসিডি ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এর সঙ্গে ২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেনসর। অন্যদিকে রিয়েলমি ১০ প্রো ৫জি ফোনে রয়েছে 33W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ২০ মিনিট। এই ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্ট রয়েছে এই ফোনে। ৬ জিবি, ৮ জিবি এবং ১২ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হয়েছিল রিয়েলমি ১০ প্রো ৫জি ফোন। এই ফোনের দাম শুরু হচ্ছে ১৮,৯৯৯ টাকা থেকে। 


আরও পড়ুন- ভারতের বাজারে ৫০ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে এই হাই-এন্ড ল্যাপটপগুলি, রইল তালিকা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y