Samsung Galaxy Phone: স্যামসাং গ্যালাক্সি 'এম' সিরিজের ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এটি একটি ৫জি ফোন হিসেবে লঞ্চ হবে। স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। ইতিমধ্যেই ফোনের ডিজাইন এবং সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। এছাড়াও আভাস পাওয়া যাবে ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কেও। স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোন। গত বছর অর্থাৎ ২০২৪ সালের জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোন। আর ভারতে এর সাকসেসর মডেল স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে আগামী ২৭ জুন।
স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোন ভারতে লঞ্চের পর অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। এছাড়াও কেনা যাবে স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। Orange Haze, Serene Green, Velvet Black- এই তিনটিন রঙে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন। স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোন ৭.৭ মিলিমিটার পুরু হবে বলে শোনা গিয়েছে। ফোনের ডিসপ্লের উপর থাকবে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন। গুগল জেমিনি এবং সার্কেল টু সার্চ, এই দুই আধুনিক এআই যুক্ত ফিচার থাকতে চলেছে এই ফোনে।
স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা মডিউল থাকতে চলেছে। এখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকবে বলে শোনা গিয়েছে। একটি পিল শেপের ক্যামেরা মডিউলের মধ্যে সাজানো থাকবে ক্যামেরা সেনসরগুলি। তার সঙ্গে থাকবে এলইডি ফ্ল্যাশ। ফ্রন্ট এবং রেয়ার ক্যামেরায় 4K ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট থাকতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনে। শোনা গিয়েছে, ভারতে এই ফোনের দাম ২০ হাজারের কমই হবে। অর্থাৎ বেস মডেলের দাম ২০ হাজার টাকার কম থেকেই শুরু হতে চলেছে। এই ফোনে স্যামসাংয়ের নিজস্ব Exynos 1380 চিপসেট থাকতে চলেছে। এছাড়াও পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট। One UI 7 out-of-the-box - এর সাপোর্টে পরিচালিত হবে ফোন।
গত মাসেই স্যামসাং গ্যালাক্সি 'এফ' সিরিজের 'স্লিমেস্ট' ফোন লঞ্চ হয়েছে ভারতে
স্যামসাং গ্যালাক্সি এফ৫৬ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। স্লিম ডিজাইনের এই ফোনে রয়েছে স্যামসাংয়ের নিজস্ব Exynos 1480 চিপসেট রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম। স্যামসাং গ্যালাক্সির এই ফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ৬ বছরের অ্যান্ড্রয়েড আপগ্রেড পাওয়া যাবে স্যামসাংয়ের এই ফোনে, এমনই দাবি করেছে সংস্থা। স্যামসাং গ্যালাক্সি এফ৫৬ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট রয়েছে।