Tecno Phones: ভারতে লঞ্চ হয়েছে টেকনো পোভা ৭ ৫জি সিরিজ। এই স্মার্টফোন সিরিজের মধ্যে লঞ্চ হয়েছে টেকনো পোভা ৭ ৫জি এবং টেকনো পোভা ৭ প্রো ৫জি- এই দুই ফোন। টেকনো সংস্থার এই দুই ৫জি ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ আল্টিমেট চিপসেট রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম। এছাড়াও টেকনো পোভা ৭ সিরিজের এই দুই ৫জি ফোনে ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। প্রো মডেলে ৩০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ফিচারের সাপোর্টও রয়েছে। টেকনো পোভা ৭ ৫জি সিরিজের এই দুই ফোনের অন্যতম আকর্ষণ হল ব্যাক প্যানেলে থাকা একটি নতুন মাল্টি ফাংশনাল ডেল্টা লাইট ইন্টারফেস। এছাড়াও টেকনো পোভা ৭ ৫জি এবং টেকনো পোভা প্রো ৭ ৫জি- এই দুই ফোনে রয়েছে সংস্থার Ella AI সাপোর্ট। একাধিক ভারতীয় ভাষার সাপোর্ট রয়েছে এই AI ফিচারে।
ভারতে টেকনো পোভা ৭ ৫জি সিরিজের দুই ফোনের দাম কত, কোথা থেকে কেনা যাবে, কবে শুরু হচ্ছে বিক্রি
টেকনো পোভা ৭ ৫জি ফোনের দাম শুরু হচ্ছে ১২,৯৯৯ টাকা থেকে। এই ফোনে রয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সাপোর্ট। এছাড়াও এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। এগুলি ব্যাঙ্ক অফার যুক্ত হওয়ার পর ডিসকাউন্ট প্রাইস, যা সীমিত সময়ের জন্য বজায় থাকবে। তিনটি রঙে এই ফোন লঞ্চ হয়েছে দেশে।
টেকনো পোভা ৭ প্রো ৫জি ফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ১৭,৯৯৯ টাকা। এই ফোনও তিনটি রঙে লঞ্চ হয়েছে ভারতে।
আগামী ১০ জুলাই থেকে টেকনো পোভা ৭ ৫জি সিরিজের এই দুই ফোনের বিক্রি শুরু হতে চলেছে। অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে।
কী কী ফিচার রয়েছে টেকনো পোভা ৭ ৫জি সিরিজের এই দুই ফোনে, দেখে নিন একনজরে
টেকনো পোভা ৭ ৫জি ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। অন্যদিকে টেকনো পোভা ৭ প্রো ৫জি ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর এবং ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর। আর এই দুই ফোনের ডিসপ্লের উপরেই রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। টেকনো পোভা ৭ ৫জি সিরিজের এই দুই ফোনের রেয়ার ক্যামেরা মডিউলের আশপাশে রয়েছে নতুন ডেল্টা লাইট ইন্টারফেস। এর মধ্যে ১০৪টি মিনি এলইডি লাইট রয়েছে। ফোনে গান চালালে, নোটিফিকেশন এলে, চার্জিং হলে, আওয়াজ বাড়ানো-কমানো হলে এই লাইট জ্বলবে। এছাড়াও এই দুই ফোনেই ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে রয়েছে।