Lava Phones: সস্তায় স্মার্টফোন কিনতে চাইলে লাভা সংস্থার নতুন ফোন (Lava Mobiles) সম্পর্কে জেনে নিন। লাভা ইয়ুভা স্টার ৪জি ফোন (Lava Yuva Star 4G Phone) ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর Unisoc চিপসেট। লাভা- র এই ফোনে রয়েছে ৪ জিবি পর্যন্ত র্যাম। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) অর্থাৎ এআই যুক্ত ক্যামেরা ফিচার রয়েছে এই ফোনে। লাভা ইয়ুভা স্টার ৪জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। অ্যান্ড্রয়েড ১৪ গো এডিশন অপারেটিং সিস্টেমের সাহায্যে পরিচালিত হবে এই ফোন। তিনটি রঙে এবং একটিই র্যাম ও স্টোরেজ কনফিগারেশনে লাভা ইয়ুভা স্টার ৪জি ফোন লঞ্চ হয়েছে ভারতে।
ভারতে লাভা ইয়ুভা স্টার ৪জি ফোনের দাম কত
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৪৯৯ টাকা। কালো, ল্যাভেন্ডার এবং সাদা রঙে এই ফোন দেশে লঞ্চ হয়েছে। নির্দিষ্ট কিছু দোকান থেকে এই ফোন কেনা যাবে।
লাভা ইয়ুভা স্টার ৪জি ফোনে কী কী ফিচার রয়েছে
- এই ফোনে রয়েছে ৬.৭৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। তার উপরে রয়েছে জলের বিন্দুর আকারের নচ ডিজাইন। সেখানে সাজানো রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোন পরিচালিত হবে Android 14 Go Edition- এর সাপোর্টে।
- একটি Unisoc 9863A চিপসেট রয়েছে এই ফোনে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ। এই র্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে আরও ৪ জিবি বাড়ানো সম্ভব।
- লাভা ইয়ুভা স্টার ৪জি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। আর রয়েছে এলইডি ফ্ল্যাশ ইউনিট। এআই প্রযুক্তি যুক্ত ক্যামেরা ফিচার রয়েছে এই ফোনে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে। ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্টের সাহায্যে লাভা ইয়ুভা স্টার ৪জি এই ফোনে চার্জ দেওয়া যাবে। ফোনের পিছনের অংশে রয়েছে গ্লসি ডিজাইন।
আরও পড়ুন- ১০ মিনিটের চার্জে ইয়ারবাডস চালু থাকবে প্রায় ১০ ঘণ্টা ! বোটের নতুন ডিভাইস লঞ্চ হয়েছে ভারতে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।