OnePlus 12R: ভারতে নতুন র‍্যাম এবং স্টোরেজ (RAM And Storage) নিয়ে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস ১২আর (OnePlus 12R) ফোন। নতুন করে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হয়েছে দেশে। এই মডেলের দাম ৪২,৯৯৯ টাকা। ইতিমধ্যেই এই ভ্যারিয়েন্টের বিক্রি শুরু হয়েছে। কুল ব্লু এবং আয়রন গ্রে- এই দুই রঙে ওয়ানপ্লাস ১২আর ফোনের নতুন ভ্যারিয়েন্ট কেনা যাবে। এর আগে ওয়ানপ্লাস ১২আর ফোন লঞ্চ হয়েছিল ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে। এই দুই মডেলের দাম যথাক্রমে ৩৯,৯৯৯ টাকা এবং ৪৫,৯৯৯ টাকা। ওয়ানপ্লাস ১২আর ফোনে রয়েছে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং তার সঙ্গে SuperVOOC চার্জিং- এর সাপোর্ট। ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। এছাড়াও এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৪ বেসড ইউজার ইন্টারফেস। এই ফোন কেনা যাবে ওয়ানপ্লাসের অফিশিয়াল ওয়েবসাইট, ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার সাইট এবং অন্যান্য রিটেল স্টোর থেকে। 


ওয়ানপ্লাস ১২আর ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির 1.5K (1,264x2,780 pixels) LTPO 4.0 AMOLED স্ক্রিন। এছাড়াও রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট। এর সঙ্গে ১৬ জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম যুক্ত রয়েছে। Android 14-based OxygenOS 14 out-of-the-box- এর সাপোর্টে পরিচালিত হবে ওয়ানপ্লাস ১২আর ফোন। 

  • এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর। এটিই রেয়ার ক্যামেরা মডিউলের মেন সেনসরের। এটি একটি Sony IMX890 সেনসর। এর সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যেখানে ১১২ ডিগ্রি ফিল্ড ভিউ পাওয়া সম্ভব। আর রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • ওয়ানপ্লাস ১২আর ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের SuperVOOC ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে। কোনও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এই ফোনে নেই। ফোনের ওজন প্রায় ২০৭ গ্রাম। ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ১২৮ জিবি UFS 3.1 স্টোরেজ এবং ২৫৬ জিবি UFS 4.0 স্টোরেজ। 


আরও পড়ুন- পোকো এফ৬ ভারতে লঞ্চ হতে পারে, কী কী জানা গিয়েছে এই ফোন সম্পর্কে? কোন ফোনের সঙ্গে মিল থাকতে পারে?