Smartwatches Under Rs 5000: অ্যামাজনের মেগা ইলেকট্রনিক্স ডে'জ সেলে (Amazon Mega Electronics Days Sale) বেশ কিছু স্মার্টওয়াচ (Smartwatches) কেনা যাবে ৫০০০ টাকার মধ্যে। এই স্মার্টওয়াচগুলিতে রয়েছে ব্লুটুথ কলিং ফিচার। এছাড়াও রয়েছে একাধিক হেলথ ফিচার (Health Features) এবং স্পোর্টস মোড (Sports Mode)। অর্থাৎ ইউজার এইসব স্মার্টওয়াচ কিনলে নানাভাবে উপকৃত হবেন। এবার দেখে নেওয়া যাক এই তালিকায় কোন কোম্পানির কোন স্মার্টওয়াচ রয়েছে। 


Fire-Boltt Invincible Plus


ঝকঝকে ডিসপ্লে, দীর্ঘক্ষণ চালু থাকবে এমন ব্যাটারি, ওয়্যারলেস ইয়ারবাডস কানেকশন পাওয়া যাবে, একাধিক স্পোর্টস মোড থাকবে- এইসব শর্তের ভিত্তিতে যদি স্মার্টওয়াচ কিনবেন ভাবেন তাহলে আপনার জন্য আদর্শ অপশন Fire-Boltt Invincible Plus। এই স্মার্টওয়াচে রয়েছে ১.৪৩ ইঞ্চির AMOLED 2.5D কার্ভড ডিসপ্লে। একবার পুরো চার্জ দিলে এবং ব্লুটুথ কলিং ফিচার চালু না থাকলে এই স্মার্টওয়াচ ৫ দিন পর্যন্ত চালু থাকবে বলে দাবি করেছে সংস্থা। এই স্মার্টওয়াচে রয়েছে অলয়েজ অন ডিসপ্লে। ব্লুটুথ কলিং ফিচার চালু থাকলে এবং স্মার্টওয়াচে পুরো চার্জ থাকলে ২ দিন পর্যন্ত চালু থাকবে স্মার্টওয়াচ। ৩০০ স্পোর্টস মোড রয়েছে এই ডিভাইসে। এগুলির সাহায্যে ইউজারের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি অর্থাৎ সক্রিয়তা যেমন- স্টেপ কাউন্ট, ক্যালোরি কাউন্ট, ডিসট্যান্স কাউন্ট, হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন লেভেল মনিটর, স্লিপ সাইকেল ট্র্যাক এমনকি নাচ করলে সেটাও পরিমাপ করা সম্ভব। এর আসল দাম দাম ২১ হাজার টাকা। কিন্তু অ্যামাজনের সেলে কেনা যাবে ৩৯৯৯ টাকায়। 


Noise ColorFit Pro 5 Max


নয়েজের এই স্মার্টওয়াচের আসল দাম ৯৯৯৯ টাকা। অ্যামাজনের সেল থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে ৪৯৯৯ টাকায়। এখানে রয়েছে বড় ডিসপ্লে, অ্যাডভান্স হেলথ ফিচার, পার্সোনালাইজড ডিজাইন বেছে নেওয়া সুযোগ। ১.৯৬ ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে এই স্মার্টওয়াচে। এর সাহায্যে হার্ট রেট, ব্লাড অক্সিজেন, স্ট্রেস ইত্যাদি মনিটর করা সম্ভব হবে। ইউজাররা এই স্মার্টওয়াচে ওয়াচ ফেস কাস্টোমাইজ করার সুবিধা পাবেন। এছাড়াও SoS টেকনোলজির সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। ৫টি ইমার্জেন্সি নম্বর সেভ করে রাখতে পারবেন ইউজাররা এবং প্রয়োজনে কয়েক সেকেন্ডের মধ্যে তাঁদের কাছে ফোনকল পৌঁছে যাবে। এর পাশাপাশি ধরুন আপনি স্বাস্থ্যের জন্য কোনও ট্রেনিং করছেন। আগে আপনার শরীর কেমন ছিল এবং ট্রেনিংয়ের পর কী অবস্থায় দাঁড়িয়েছে সেই ফারাকও বোঝা সম্ভব হবে নয়েজ সংস্থার এই স্মার্টওয়াচের সাহায্যেই। 


boAt Enigma X700


এই স্মার্টওয়াচের আসল দাম ৮৯৯৯ টাকা। তবে অ্যামাজনের সেলে এই স্মার্টওয়াচ কেনা যাবে ৪২৯৯ টাকায়। বোটের এই স্মার্টওয়াচে রয়েছে ১.৫২ ইঞ্চির AMOLED ডিসপ্লে। এছাড়াও এই ডিভাইসে রয়েছে মেটাল বডি এবং ক্রাউন ফিচারের সাপোর্ট। ৩৯০ এমএএইচ ব্যাটারি রয়েছে বোটের এই স্মার্টওয়াচে। একবার পুরো চার্জ দিলে অনেকক্ষণ স্মার্টওয়াচ চালু থাকবে বলে দাবি করেছে বোট সংস্থা। ব্লুটুথ কলিং ফিচারের সাপর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। ওয়াচ ফেস কাস্টোমাইজ করার অপশন থাকছে এই স্মার্টওয়াচেও। ২০০- র বেশি ক্লাউড অপশন পাবেন ইউজাররা। এই ডিভাইসের মাধ্যমে হার্ট রেট এবং ব্লাড অক্সিজেন লেভেল মনিটর করা সম্ভব হবে। তার ফলে স্বাস্থ্যের প্রতি আরও বেশি করে খেয়াল রাখতে পারবেন ইউজাররা। এই স্মার্টওয়াচ একটি ডাস্ট, সোয়েট এবং স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো, ঘাম এবং জলের ঝাপটায় নষ্ট হবে না এই স্মার্টওয়াচ। তার ফলে সহজ, সাবলীল ভাবে বিভিন্ন কাজে এই স্মার্টওয়াচ ব্যবহার করা যাবে।


আরও পড়ুন- ২০ হাজার টাকার কমে কোন কোন ৫জি ফোন অ্যামাজনের ফ্যাব ফোন ফেস্ট থেকে কিনতে পারবেন?