Sony PS5 Digital Edition: সোনি ইন্ডিয়া (Sony India) কর্তৃপক্ষ জানিয়েছে, প্লেস্টেশন ৫ ডিজিটাল এডিশন (PlaStation 5 Digital Edition) ২৩ জুলাই থেকে কেনা যাবে। পিএস৫ ডিজিটাল এডিশনের (PS5 Digital Edition) জন্য প্রি-অর্ডারও করা যাবে অনলাইনে। মূলত ShopAtSC, ফ্লিপকার্ট, অ্যামাজন, ক্রোমা, বিজয় সেলস, রিলায়েন্স ডিজিটাল এবং গেমস দ্য শপ- এর মাধ্যমে প্লেস্টেশন ৫ ডিজিটাল এডিশনের প্রি-অর্ডার করা যাবে। গেমিং কনসোলার স্টক যথেষ্ট সীমিত তাই গেমাররা রিমাইন্ডার দিয়ে রাখতে পারেন এবং প্রি-অর্ডার উইন্ডো ওপেন হওয়ার কিছুক্ষণ আগেই ওয়েবসাইটে লগ-ইন করতে পারেন।


ভারতে পিএস৫ ডিজিটাল এডিশনের দাম


সোনি প্লেস্টেশন ৬ স্ট্যান্ডার্ড ভার্সান (ডিস্ক সমেত)- এর দাম ৩৪,৯৯০ টাকা। এর পাশাপাশি এই গেমিং কনসোলের ডিজিটাল ভার্সানের দাম ৩৯,৯৯০ টাকা। এই ডিজিটাল এডিশনেরই পির-বুকিং শুরু হবে ২৩ জুলাই থেকে।


সোনির এই গেমিং কনসোলের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশনগুলো দেখে নিন


সোনির প্লেস্টেশন ৫ ডিজিটাল এডিশনের রয়েছে ৮কে গেমিং সাপোর্ট। 120fps পর্যন্ত এই সাপোর্ট রয়েছে। এছাড়াও এই গেমিং কনসোলে ৪কে টিভি গেমিং সাপোর্টও রয়েছে। স্মুথ গেমপ্লে- এর জন্য ১২০ হার্টজ রিফ্রেশ রেটের এক্সপিরিয়েন্স দেয় সোনি পিএস৫ ডিজিটাল এডিশন। এছাড়াও এই গেমিং কনসোলে রয়েছে HDR TV টেকনোলজি।


সোনির এই প্লেস্টেশনে রয়েছে 3D AudioTech সাপোর্ট। এই ফিচারের সাহায্যে হেডফোন বা টিভি স্পিকারের ক্ষেত্রে দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া সম্ভব। এছাড়াও সোনির এই আধুনিক গেমিং কনসোলে রয়েছে ডুয়াল সেন্স কন্ট্রোলার। Spider-Man Miles Morale, Demon’s Souls, Ratchet and Clank: Rift Apart এবং আরও অনেক জনপ্রিয় ভিডিও গেম খেলা যাবে এই গেমিং কনসোলের সাহায্যে।


অন্যদিকে শোনা যাচ্ছে, সোনি সংস্থা তাদের প্লেস্টেশন ৫ গেমিং কনসোলের জন্য ক্রমবর্ধমান চাহিদার কারণে PS5 Gaming Console- এর উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা করছে। সোনি সংস্থার রিপোর্ট অনুযায়ী, এই কাজের জন্য তারা একাধিক সরবরাহকারীকে অনবোর্ড করার পরিকল্পনা করছে।


আরও পড়ুন- প্রি-অর্ডার করেও সমস্যা, নাথিং ফোন (১) হাতে পেতে অপেক্ষা করতে হবে গ্রাহকদের