Headphone: সোনি সংস্থার নতুন হেডফোন লঞ্চ হয়েছে ভারতে। এবার লঞ্চ হয়েছে সোনি WH-CH520- এই হেডফোন। ফাস্ট পেয়ারিং (Fast Pairing) ফিচার রয়েছে এই ডিভাইসে। অর্থাৎ খুব সহজে অ্যান্ড্রয়েড ডিভাইসে যুক্ত হতে পারবে এই হেডফোন। এছাড়াও সোনির নতুন হেডফোনে রয়েছে সুইফট পেয়ার ফিচার। এর সাহায্যে সহজে সোনি WH-CH520 হেডফোন ডেস্কটপ বা ল্যাপটপে সংযুক্ত হতে পারবে। কালো, সাদা, নীল এবং বেজ- এই চারটি রঙে ভারতে লঞ্চ হয়েছে সোনি WH-CH520 হেডফোন। এই হেডফোনে রয়েছে ডিজিটাল সাউন্ড এনহ্যান্সমেন্ট ফিচার যার সাহায্যে কমপ্রেসড মিউজিক ফাইলের কোয়ালিটি উন্নত বা ভাল করা সম্ভব। একবার চার্জ দিলে এই ফোন চালু থাকবে প্রায় ৫০ ঘণ্টা। মাল্টিপয়েন্ট কানেক্টিভিটি রয়েছে সোনির নতুন হেডফোনে। ভারতে সোনি WH-CH520 হেডফোনের দাম ৪৪৯০ টাকা। এই হেডফোন কেনা যাবে সোনি সেন্টার স্টোর, বিভিন্ন বড় ইলেকট্রনিক স্টোর, ShopatSC এবং দেশের বিভিন্ন ই-কমার্স সংস্থা থেকে।
সোনি WH-CH520 হেডফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই হেডফোনে রয়েছে অন-ইয়ার ডিজাইন। হাল্কা ওজনের এই হেডফোনে রয়েছে অ্যাডজাস্টেবল হেডব্যান্ড। এর সঙ্গে রয়েছে সফট ইয়ারপ্যাডের কুশন যা ইউজারদের আরাম দেবে অর্থাৎ কানে হেডফোন লাগালে অসুবিধা হবে না।
- ৩০ মিলিমিটারের ড্রাইভার ইউনিট রয়েছে। এছাড়াও রয়েছে ডিজিটাল সাইন্ড এনহ্যান্সমেন্ট ইঞ্জিন (DSEE)। এই ফিচারের সাহায্যে অডিও এনহ্যান্সমেন্ট সম্ভব।
- সোনির নতুন হেডফোনে Headphones Connect অ্যাপের মাধ্যমে EQ সাপোর্ট কাস্টম অ্যাকসেস করা সম্ভব। এই অ্যাপ ইউজারদের 360 Reality Audio experience প্রদান করবে।
- এই হেডফোনের মাল্টিপয়েন্ট কানেক্টিভিটির মাধ্যমে একই সঙ্গে একাধিক ডিভাসে এই হেডফোন সংযুক্ত করা যাবে। ভয়েস কলের জন্য এই হেডফোনে রয়েছে ইনবিল্ট মাইক। ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি রয়েছে এই হেডফোনে। ফাস্ট পেয়ার এবং সুইফট পেয়ার ফিচারের সাপোর্ট রয়েছে যা যথাক্রমে অ্যান্ড্রয়েড এবং ডেস্কটপে হেডফোন কানেক্ট করতে সাহায্য করবে।
- সোনির নতুন হেডফোনে মাত্র তিন মিনিট চার্জ দিলে এক ঘণ্টার প্লেব্যাক টাইম পাওয়া যাবে। টাইপ-সি ইউএসবি পোর্ট দিয়ে চার্জ দেওয়া সম্ভব এই হেডফোনে। ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগে তিন ঘণ্টা। একবার পুরো চার্জ দিলে প্রায় ৫০ ঘণ্টা চলবে এই হেডফোন।
Earbuds: ভারতের নিজস্ব সংস্থা Ptron নতুন ইয়ারবাডস লঞ্চ করেছে। এবার লঞ্চ হয়েছে Ptron Basspods Encore ইয়ারবাডস। ভারতে Ptron সংস্থার নতুন এই ইয়ারবাডসের দাম ৮৯৯ টাকা। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস যেখানে প্রায় ৫০ ঘণ্টা পর্যন্ত টোটাল প্লেব্যাক টাইম পাওয়া যাবে।
আরও পড়ুন- প্রায় ৫০ ঘণ্টার 'টোটাল ব্যাটারি লাইফ' নিয়ে ভারতে হাজির নতুন ইয়ারবাডস, দাম কত?