iPhone 16 : মাত্র কয়েকদিন আগেই লঞ্চ হয়েছে আইফোন ১৫ (iPhone 15) । নতুন মডেলের আইফোন (iPhone) নিয়ে ইতিমধ্যেই আইফোনপ্রেমীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। অনেকেই এখনও আইফোন কেনার জন্য ভিড় করছেন স্টোরে বা খোঁজ করছেন অনলাইন স্টোরগুলিতে। তার মধ্যেই আইফোন নির্মাতাদের তরফে জানা গেল আইফোন ১৬ মডেল আসার কথা। এ যেন মেঘ না চাইতেই জল। প্রশ্ন হল, আইফোন ১৫-র থেকে কতটা উন্নত হতে চলেছে আইফোন ১৬? আইফোন ১৫ লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে দাম অনেকটা বেশি থাকলেও এখন অনলাইন এবং অফলাইন দুই রকম স্টোরেই দাম অনেকটাই আয়ত্তের মধ্যে এসেছে সাধারণ মানুষের। তবে আইফোন ১৬ (iPhone 16) বাজারে এলে তার দাম কেমন হবে? কী চমক থাকছে আইফোন ১৬-তে? চলুন দেখে নেওয়া যাক।


স্ক্রিন সাইজ বাড়ছে


আইফোন ১৬ এবং আইফোন ১৬ প্লাসের (iPhone 16 plus) স্ক্রিন সাইজ একই থাকছে ৬.১ ইঞ্চি এবং ৬.৭ ইঞ্চি। অন্যদিকে শোনা যাচ্ছে আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্সের স্ক্রিন সাইজ বাড়তে চলেছে। ৬.২৩ ইঞ্চি এবং ৬.৮৫ ইঞ্চি হতে চলেছে এই দুই নতুন মডেলের স্ক্রিন সাইজ। এর পাশাপাশি ধারণা করা হচ্ছে স্ক্রিন সাইজ বাড়ার কারণে ফোনের ওজনও কিছুটা বাড়তে পারে। তবে যেমনই হোক এখনকার আইফোন ১৫ (iPhone 15) মডেলের থেকে এই আইফোন ১৬ সংস্করণটি অনেকটাই লম্বা-চওড়া হতে চলেছে।


পেরিস্কোপ ক্যামেরা


এই বছর একমাত্র আইফোন ১৫ প্রো ম্যাক্সেই একমাত্র ফাইভ এক্স পেরিস্কোপ ক্যামেরা ছিল। কিন্তু এখনু অবধি জানা গিয়েছে আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স দুটি মডেলেই থাকবে পেরিস্কোপ লেন্স। ১৬ প্রো ম্যাক্স (iPhone Pro Max) মডেলে যদিও ক্যামেরায় ফোকাল লেন্থ এবং অপটিকাল জুম অনেকটাই বাড়তে চলেছে, এমনটা ধারণা করা হচ্ছে।


এক্সট্রা ক্যাপাসিটিভ বাটন


মনে করা হচ্ছে এক্সট্রা ক্যাপাসিটিভ বাটন নিয়ে আসার মাধ্যমে ধীরে ধীরে আইফোন থেকে পোর্ট এবং বাটন দুটিই উঠে যাবে। তবে আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্সের ক্ষেত্রে অল নিউ একটি ক্যাপাসিটিভ বাটন থাকতে চলেছে পাওয়ার বাটনের ঠিক ডানদিকে। ৫জি অ্যান্টেনা সেই জায়গার বদলে ভলিউম বাটনের নীচে চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে।


অ্যাকশন বাটন


আইফোন ১৫ প্রো সিরিজের মডেলগুলিতেই প্রথম অ্যাকশন বাটন দেওয়া শুরু হয়। আর ২০২৪ সালে আইফোন ১৬-র যে কয়টি সংস্করণ বেরোতে চলেছে তার সবেতেই এই অ্যাকশন বাটন থাকবে বলে মনে করা হচ্ছে।


নতুন চিপসেট


আইফোন ১৫ মডেলে যেমন A 17 চিপসেট ছিল। তার বদলে আইফোন ১৬র মডেলগুলিতে A18 Pro সিরিজের নতুন চিপসেট ব্যবহার করা হবে বলে অনেকে মনে করছেন। এই A18 চিপসেটগুলিতে অতিরিক্ত একটি জিপিইউ (GPU) থাকতে পারে বলে জানা গিয়েছে।


Investment: অক্ষয় কুমার থেকে করিনা-আলিয়া, বলিউডের তারকারা কোথায় বিনিয়োগ করেন জানেন ?