Smartwatches Under Rs 2000: অ্যামাজনের মেগা ইলেকট্রনিক্স সেল (Amazon Mega Electronics Sale) শুরু হয়ে গিয়েছে। এই সেল চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। শুধু স্মার্টফোন নয়, আরও অনেক ইলেকট্রনিক্স প্রোডাক্টের দামে থাকছে আকর্ষণীয় ছাড়। এই তালিকায় রয়েছে স্মার্টওয়াচ (Smartwatches)। চলুন দেখে নেওয়া যাক অ্যামাজনের মেগা ইলেকট্রনিক্স ডে'জ সেলে ২০০০ টাকার কম দামে যেসব স্মার্টওয়াচ রয়েছে সেখানে কী কী অফার রয়েছে। 

beatXP Flare Pro

এই স্মার্টওয়াচ এখন অ্যামাজন থেকে কেনা যাবে ৯৯৯ টাকায়। গোলাকার ডিজাইনের এই স্মার্টওয়াচে রয়েছে ১০০-র বেশি স্পোর্টস মোড। এছাড়াও রয়েছে ১.৩৯ ইঞ্চির এইচডি ডিসপ্লে এবং একাধিক ওয়াচ ফেসের সুবিধা। এই স্মার্টওয়াচে বিভিন্ন হেলথ ফিচার যুক্ত রয়েছে। সেই তালিকায় হার্ট রেট মনিটরিং এবং SpO2 মনিটরিং ফিচারের সাপোর্ট রয়েছে। এই স্মার্টওয়াচ একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস।

Noise Twist Round dial Smart Watch 

নয়েজ সংস্থার এই স্মার্টওয়াচ বেশ জনপ্রিয়। ১১৯৯ টাকায় অ্যামজোন থেকে কেনা যাবে। একাধিক স্ট্র্যাপ এবং রঙের অপশন রয়েছে। এই স্মার্টওয়াচে ১.৩৮ ইঞ্চির গোলাকার ডিসপ্লে রয়েছে যেখানে ইউজাররা ১০০-র বেশি ওয়াচ ফেসের সুবিধা পাবেন। বেশ কিছু স্পোর্টস মোডের সঙ্গে এই স্মার্টওয়াচে রয়েছে হার্ট রেট এবং স্লিপ ট্র্যাকিং ফিচার। 

Fastrack New Limitless Glide Advanced

এই স্মার্টওয়াচ অ্যামাজন থেকে ১৬৯৯ টাকায় কেনা যাবে। মার্কেট রেট প্রাইসের তুলনায় ৫৭ শতাংশ কম দামে এই স্মার্টওয়াচ কেনা যাবে। এছাড়াও ই-কমার্স সংস্থার তরফে ১০০ টাকার কুপন দেওয়া হবে। এই মডেলে ১.৭৮ ইঞ্চির বড় ডিসপ্লে রয়েছে। একাধিক ওয়াচ ফেসের সুবিধা রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও রয়েছে ১০০-র বেশি স্পোর্টস মোড, ইন-বিল্ট গেম এবং ভয়েস অ্যাসিসট্যান্টের সাপোর্ট। 

Fire-Boltt Talk 2 Pro

এই স্মার্টওয়াচ অ্যামাজনের সেলে কেনা যাবে ১৭৯৯ টাকায়। মেটালিক লুকের এই স্মার্টওয়াচে রয়েছে ১.৩৯ ইঞ্চির ডিসপ্লে। এছাড়াও এই ডিভাইসে রয়েছে ৩৬০ ডিগ্রি হেলথ মনিটরিং ফিচারের সাপোর্ট। ব্লুটুথ কলিং ফিচারের সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে, তার সঙ্গে রয়েছে ইন-বিল্ট ভয়েস অ্যাসিসট্যান্টের সাপোর্ট। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট স্মার্টওয়াচ। 

Fire-Boltt Vogue Large

এই স্মার্টওয়াচ দেখতে অনেকটা অ্যাপেল ওয়াচের মতো। এখানে রয়েছে ২.০৫ ইঞ্চির ডিসপ্লে। অ্যামাজনের মেগা ইলেকট্রনিক্স সেলে এই স্মার্টওয়াচ কেনা যাবে ১৯৯৯ টাকায়। একাধিক ওয়াচ স্ট্র্যাপ এবং রঙের সুবিধা থাকবে এই স্মার্টওয়াচে। এই ডিভাইসে অলওয়েজ অন ডিসপ্লে, জিপিএস, ব্লুটুথ কলিং- এইসব ফিচারের সাপর্ট রয়েছে। ৫০০-র বেশি ওয়াচ ফেসের সুবিধা পাবেন ইউজাররা। 

আরও পড়ুন- নতুন র‍্যাম-স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হল আইটেল সংস্থার বাজেট ফোন এ০৫এস, দাম কত?