Android Smartphones: বর্তমানে ফোন (Smartphones) আমাদের প্রায় সকলেরই নিত্যসঙ্গী। প্রতিদিনের জীবনের একাধিক জরুরি কাজ করা যায় এই ফোনের মাধ্যমেই। তাই সেই ফোনে যদি কোনও সমস্যা লক্ষ্য করা যায়, তাহলে অনেকক্ষেত্রেই বেশ অসুবিধার সম্মুখীন হতে হয় আমাদের। তাই আপনার ফোন যাতে একদম সঠিক ভাবে চালু থাকে, সেই জন্য কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন। বেশিরভাগ ইউজারই ব্যবহার করেন অ্যান্ড্রয়েড স্মার্টফোন (ANdroid Smartphones)। এই স্মার্টফোনের স্টোরেজের (Smartphone Storage) পরিমাণ যদি ক্রমশ কমতে থাকে কিংবা শেষ হয়ে যায় বা শেষের পথে থাকে (এখানে ইনবিল্ট স্টোরেজের কথা বলা হচ্ছে) তাহলে একাধিক সমস্যা দেখা দিতে পারে।
অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজ কমতে থাকলে কী কী সমস্যা দেখা যায়
- ফোনের স্টোরেজ যদি ক্রমশ কমতে থাকে তাহলে সবার প্রথমে ডিভাইস ধীর গতিতে কাজ করা শুরু করবে অর্থাৎ আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন স্লো হয়ে যাবে।
- এছাড়াও অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজ কমতে থাকলে বা শেষ হয়ে গেলে বারবার ফোন হ্যাং করার প্রবণতাও দেখা যাবে। ফলে স্মার্টফোনের সাহায্যে যে কোনও কাজ করার সময় অসুবিধার সম্মুখীন হবেন ইউজাররা।
চলুন জেনে নেওয়া যাক আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে স্টোরেজের পরিমাণ কমে গেলে এবং শেষ হয়ে গেলে কীভাবে আপনি ফোনের স্টোরেজ বা স্পেস ফাঁকা করবেন। এর জন্য সহজ কয়েকটি টিপস রয়েছে। সেগুলি মেনে চললেই ফোনের স্টোরেজ ঠিক ভাবে বজায় থাকবে।
- ফোনে থাকা অপ্রয়োজনীয় অ্যাপগুলিকে ডিলিট করা উচিত। যে সমস্ত অ্যাপ আপনি ব্যবহার করেন না, সেগুলি ফোনে রেখে দেওয়া মানে ফোনের উপর চাপ বাড়ানো, বোঝা সৃষ্টি করা। এইসব অ্যাপ ডিলিট করলেই স্পেস ফাঁকা হবে ফোনে।
- অনেকেই ফোনে সিনেমা ডাউনলোড করে দেখেন। গান, গেম, ছবি, ভিডিও ইত্যাদি ডাউনলোড করে রাখেন। অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোডের পরিমাণ যত কমাবেন, ফোনে তত বেশি পরিমাণ স্টোরেজ খালি থাকবে। তার ফলে ফোনও দ্রুত গতিতে কাজ করবে।
- ফোনে অ্যাপ ডাউনলোড করে রাখলে তার সঙ্গে অ্যাপ ডেটা এবং ক্যাশে-ও থেকে যায় ফোনে অতএব অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিটের পাশাপাশি আপনাকে অ্যাপ ডেটা এবং অ্যাপের ক্যাশে-ও ডিলিট করতে হবে।
- ফোনে খুব ভারী ফাইল ডাউনলোড করে অনেকদিন ধরে রেখে দেওয়া উচিত নয়। এই জাতীয় ফাইল প্রয়োজনীয় হলে তা অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা করা প্রয়োজন। নাহলে ফোন স্লো হয়ে যায় অত্যধিক পরিমাণে।
- বিভিন্ন ক্লাউড সার্ভিস যেমন- মাইক্রোসফট, গুগল ফটো, ওয়ান ড্রাইভ- এগুলি ব্যবহার করুন। তাহলে ফোনে ডাউনলোড না করে এইসব ক্লাউড সার্ভিস ডেটা সেভ করে রাখতে পারবেন আপনি। তার ফলে ফোনের স্টোরেজের পরিমাণ কমবে না।
- অনেক সময় আমাদের ফোনে ডুপ্লিকেট অ্যাপ, ছবি এবং অন্যান্য অনেক কিছুই থেকে যায়। এইসব ডুপ্লিকেট জিনিস অবিলম্বে ডিলিট করা প্রয়োজন। তাহলে অ্যান্ড্রয়েড ফোনে স্টোরেজের পরিমাণ সঠিক ভাবে বজায় থাকবে।
আরও পড়ুন- ভারতে আসছে আইকিউওও নিও ৯ প্রো, কবে থেকে শুরু প্রি-বুকিং? কী সুবিধা পাবেন ইউজাররা?