iQoo Smartphones: আইকিউওও নিও ৯ প্রো (iQoo Neo 9 Pro) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২২ ফেব্রুয়ারি। আনুষ্ঠানিক লঞ্চের আগে ভারতে এই ফোনের প্রি-বুকিং (Pre-Booking) শুরু হতে চলেছে ৮ ফেব্রুয়ারি থেকে। যাঁরা প্রি-অর্ডার করবেন তাঁরা ১০০০ টাকা ছাড় পাবেন। আইকিউওও সংস্থার ওয়েবসাইট এবং অ্যামাজনে (Amazon India) এই ছাড় পাওয়া যাবে। আইকিউওও নিও ৯ প্রো ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকতে চলেছে। এছাড়াও এই ফোনে থাকবে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর।
এবার দেখে নেওয়া যাক আইকিউওও নিও ৯ প্রো ফোনের জন্য প্রি-রিজার্ভেশন কীভাবে করা যাবে
আইকিউওও সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে আইকিউওও নিও ৯ প্রো ফোনের জন্য প্রি-বুকিং করা যাবে। আগামী ৮ ফেব্রুয়ারি ভারতীয় সময় দুপুর ১২টা থেকে শুরু হবে প্রি-বুকিং। ১০০০ টাকার বিনিময়ে এই ফোনের প্রি-বুকিং করা যাবে এবং এই আকা ফেরত পাওয়া যাবে। আর এই ফোনের প্রি-বুকিং করলে ফোন কেনার সময় ক্রেতারা পাবেন ১০০০ টাকা ছাড়। আইকিউওও নিও ৯ প্রো ফোনে দু'বছরের ওয়ারেন্টি এবং ১২ মাসের এক্সটেন্ডেড ওয়ারেন্টি পাওয়া যাবে। ভারতে আইকিউওও নিও ৯ প্রো ফোনের দাম ৪০ হাজার টাকার মধ্যে হবে বলে অনুমান। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে Sony IMX920 প্রাইমারি সেনসর থাকবে। চিনে ইতিমধ্যেই এই ফোন লঞ্চ হয়েছে। এবার আসছে ভারতে।
চিনে আইকিউওও নিও ৯ প্রো ফোন লঞ্চ হয়েছিল গত বছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বর মাসে। ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছিল এই ফোন। আর এই মডেলের দাম ছিল ভারতীয় মুদ্রায় আনুমানিক প্রায় ৩৫ হাজার টাকা। চিনে লঞ্চ হওয়া আইকিউওও নিও ৯ প্রো ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৪ বেসড Funtouch OS 14- এর সাপোর্ট। এছাড়াও রয়েছে ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। আর রয়েছে ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ ১ টিবি UFS 4.0 ইনবিল্ট স্টোরেজ। এই ফোনে ৫১৬০ এমএএইচ বায়টারি এবং ১২০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। চিনে লঞ্চ হওয়া আইকিউওও নিও ৯ প্রো ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০০ প্রসেসর।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে চলেছে Honor X9b ফোন, কী কী বিশেষ ফিচার থাকতে চলেছে এই মডেলে?