Tecno Phone: টেকনো (Tecno) সংস্থার নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ১০ অগস্ট Tecno Camon 19 Pro 5G ফোন লঞ্চ হবে দেশে। ইতিমধ্যেই চিনের কোম্পানি টেকনো (Tecno Phone) তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলে এই ফোন লঞ্চের কথা ঘোষণা করেছে। এই ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। চলতি বছর জুন মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল Tecno Camon 19 Pro 5G ফোন। এর সঙ্গেই লঞ্চ হয়েছিল ফোনের ৪জি ভ্যারিয়েন্টও। নির্দিষ্ট কিছু দেশে এই ফোন লঞ্চ হয়েছিল। প্রসেসর হিসেবে টেকনো সংস্থার এই ফোনে ছিল মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০ চিপসেট। তার সঙ্গে যুক্ত ছিল ৮ জিবি র‍্যাম। এছাড়াও এই ফোনে ছিল ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ও একটি ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি।


Tecno Camon 19 Pro 5G ফোনের দাম


ভারতে এই ফোনের দাম কত হতে পারে সেই সম্পর্কে কিছু জানা যায়নি। শুধুমাত্র ট্যুইটারে টেকনো সংস্থা জানিয়েছে যে ভারতে Tecno Camon 19 Pro 5G ফোন লঞ্চ হবে। আর সেই ফোনে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকবে। এমনকি কোন সময়ে ফোন লঞ্চ হবে সেটাও জানা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, গ্লোবাল মার্কেটে জুন মাসে Tecno Camon 19 Pro 5G ফোন লঞ্চ হয়েছিল ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে। সেই ফোনের দাম ভারতীয় মুদ্রায় ছিল আনুমানিক ২৫ হাজার টাকা। অনুমা করা হচ্ছে, ভারতে একই ভ্যারিয়েন্ট লঞ্চ হবে এবং দামও কাছাকাছি থাকবে।


Tecno Camon 19 Pro 5G  ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে থাকতে পারে অ্যান্ড্রয়েড ১২- র সাপোর্ট। এছাড়াও ৬.৮ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেসোলিউশনের ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।

  • একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০ প্রসেসর থাকতে পারে Tecno Camon 19 Pro 5G ফোনে। তার সঙ্গে যুক্ত থাকতে পারে ৮ জিবি র‍্যাম।

  • এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস থাকতে পারে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর ছাড়াও দুটো ২ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।

  • Tecno Camon 19 Pro 5G ফোনে ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে। এছাড়াও ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফ্ল্যাশ চার্জ সাপোর্ট থাকতে পারে।


আরও পড়ুন- নতুন বাজেট ফোন লঞ্চ হল ভারতে, দাম কত দেখে নিন