Tecno Smartphone: বাজেট স্মার্টফোন (Budget Smartphone) হিসেবে ভারতে দু’টি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে টেকনো (Tecno) সংস্থা। সম্প্রতি লঞ্চ হয়েছে Tecno Camon 19 এবং Tecno Camon 19 Neo। এর মধ্যে Tecno Camon 19 ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। কালো, সবুজ ও সাদা রঙে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন। অন্যদিকে Tecno Camon 19 Neo ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১২,৯৯৯ টাকা। কালো, সবুজ ও নীল রঙে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন। আগামী ২৩ জুলাই থেকে এই দুই ফোনের বিক্রি শুরু হবে। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে Tecno সংস্থার এই দুই ফোন কেনা যাবে।


Tecno Camon 19 ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন


১। এই ফোনে রয়েছে ৬.৮ ইঞ্চির একটি এইচডি প্লাস ডিসপ্লে।


২। এছাড়াও রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৬ জিবি র‍্যাম। তবে ভার্চুয়াল র‍্যাম টেকনোলজির সাহায্যে ১১ জিবি পর্যন্ত র‍্যাম বাড়ানো যায়।


৩। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এর সঙ্গে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর ও আরও একটি সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।


৪। ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার রয়েছে এই স্মার্টফোনে।


Tecno Camon 19 Neo ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন


১। ডিসপ্লে এবং প্রসেসরের দিক থেকে বেস মডেলের সঙ্গে নিও ভ্যারিয়েন্টের মিল রয়েছে।


২। তবে এই ফোনের প্রাইমারি ক্যামেরা সেনসর কিছুটা আলাদা। এখানে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।


৩। ব্যাটারি, চার্জিং সাপোর্ট এবং র‍্যামের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে Tecno Camon 19 ফোনের সঙ্গে মিল রয়েছে Tecno Camon 19 Neo মডেলের মিল রয়েছে।


আরও পড়ুন- ১১ জিবি র‍্যাম, ৫০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে আসছে টেকনো স্পার্ক ৯, দাম ১০ হাজারেরও কম!