জয়ন্ত পাল, কলকাতা: কখনও স্কুলশিক্ষক পদে নিয়োগ কখনও আবার পুলিশে চাকরির (job) নামে প্রতারণার (fraud) অভিযোগ। সেই তালিকায় এবার নতুন সংযোজন। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে (nationalized bank) গ্রুপ ডি (group D) পদে চাকরির জন্য সোশাল মিডিয়ায় (social media) বিজ্ঞাপন দিয়ে আর্থিক প্রতারণার (financial fraud) অভিযোগে তোলপাড় মহানগর। প্রতারণায় জড়িত সন্দেহে এক অভিযুক্তকে গ্রেফতার (arrest) করল নাগেরবাজার (nagerbazar)থানার পুলিশ। আর কারা জড়িত এর সঙ্গে, এবার সেটা খতিয়ে দেখা হচ্ছে। 


কী বলছেন তদন্তকারীরা?


এখনও পর্যন্ত পুলিশ যা জেনেছে তা চমকে ওঠার মতো। সূত্রের খবর, দমদমের সুপারিবাগানের একটি ভাড়াবাড়িতে অফিস খুলে প্রতারণার কারবার চালানো হচ্ছিল। বনগাঁর বাসিন্দা এক অভিযোগকারী জানালেন,গত বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞাপন দেখেছিলেন তিনি। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের কথা বলা ছিল বিজ্ঞাপনে, দাবি ওই অভিযোগকারীর। দাবি, সেই দিনই তাঁকে টাকা নিয়ে দমদম স্টেশনে আসতে বলা হয়। সেখান থেকে এক ব্যক্তি তাঁকে অফিসে নিয়ে যায়। অভিযোগ, এরপর চতুর্থ শ্রেণির কর্মী পদে চাকরির জন্য ৫০০ টাকা দিয়ে ফর্ম পূরণের পাশাপাশি ইউনিফর্মের দামবাবদ ১০ হাজার টাকা নেওয়া হয়। সন্দেহ হওয়ায় তিনি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির মুম্বই অফিসে ফোন করেন। তখনই বুঝতে পারেন, প্রতারণা হয়েছে। বিষয়টি নিয়ে তিনি থানার দ্বারস্থ হলে শুক্রবার দমদমের ওই দফতরে হানা দেয় নাগেরবাজার থানার পুলিশ। গ্রেফতার করা হয় কৃশানু রায় নামে এক অভিযুক্তকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান,ব্যাঙ্কে চাকরির টোপ দিয়ে বেশ কয়েকজন চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা তোলা হয়েছে। প্রতারণা চক্রের জাল কতদূর বিস্তৃত জানতে সন্ধান চালাচ্ছে নাগেরবাজার থানার পুলিশ। 


প্রতারণার ঘটনা আগেও...


২০১৯-র ডিসেম্বর। শিবপুরের বাসিন্দা রিয়া কর্মকার কার্যত একই অভিযোগ করেন যাদবপুর থানায়। ভালো চাকরি পাওয়ার আশায় একটি সংস্থায় বায়োডেটা দিয়েছিলেন রিয়া। অভিযোগ ছিল, তাঁকে আজাদগড়ের একটি বাড়িতে ডেকে বলা হয় একটি ব্যাঙ্কে চাকরি দেওয়া হবে। কিন্তু সে জন্য তাঁর কাছ থেকে প্রথম দু'দফায় আট হাজার টাকা নেওয়া হয়। পরে আরও প্রায় ৩০ হাজার টাকা চাওয়া হয়েছিল। তখনই সন্দেহ জাগে যুবতীর। জানতে পারেন, আজাদগড় এলাকাতেই এমন একাধিক যুবক-যুবতী রয়েছেন যাঁরা চাকরির জন্য টাকা দিয়ে প্রতারিত হয়েছেন। 


ঘটনার প্রায় আড়াই বছর পরও দেখা গেল, কার্যত এক ছকে প্রতারণার চেষ্টা চালিয়ে যাচ্ছে জালিয়াতরা। 


আরও পড়ুন:লাভের অংশ দিতে হবে 'দেশের সংবাদমাধ্যমকে', গুগল-ফেসবুকের জন্য আইটি আইনে সংশোধন !