Tecno Smartphone: আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের শুরুর দিকে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে ভারতে বেশ কিছু স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। তার মধ্যে অন্যতম Tecno Phantom X2। এই ৫জি ফোনের সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে Tecno Phantom X2 ৫জি ফোনের দাম লঞ্চের সময় হতে পারে ২৬,৯৯৯ টাকা। তবে Tecno কোম্পানি আনুষ্ঠানিক ভাবে তাদের আসন্ন ফোনের দাম সম্পর্কে কোনও তথ্য ঘোষণা করেননি। জানা গিয়েছে, আগামী ৯ জানুয়ারি ভারতে লঞ্চ হবে Tecno Phantom X2 ৫জি ফোন। ২ জানুয়ারি থেকে ই-কমার্স সংস্থা অ্যামাজনের মাধ্যমে এই ফোনের প্রি-অর্ডার করা যাবে। এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ প্রসেসর থাকতে পারে। এছাড়াও এই ফোন পরিচালিত হবে Android 12-based HiOS 12- এর সাহায্যে। এই ফোনে একটি ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস Curved AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।

  


Tecno Phantom X2 ৫জি ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেনসর এবং অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার থাকতে পারে। এর সঙ্গে ১৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি ও ২ মেগাপিক্সেলের টার্সিয়ারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে। Tecno Phantom X2 ৫জি ফোনে একটি ৫৬১০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে। 


OnePlus 11 5G: আগামী বছর ভারতে লঞ্চ হবে ওয়ানপ্লাস ১১ ৫জি (OnePlus 11 5G) ফোন। ৭ ফেব্রুয়ারি এই ফোন লঞ্চ হবে বলে জানা গিয়েছে। ওয়ানপ্লাস নতুন বছরে প্রথম এই ফ্ল্যাগশিপ ফোনই লঞ্চ করতে চলেছে। অত্যাধুনিক ফিচারের পাশপাশি চড়া দামও হবে এই ফোনের। শোনা যাচ্ছে ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনের দাম হতে পারে ৫৫ থেকে ৬৫ হাজার টাকার মধ্যে। যদিও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। তবে এই ফোনে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকতে পারে। 


ওয়ানপ্লাস ১১আর


এই ফোনের দাম ৫০ হাজার টাকার আশপাশে থাকবে। ওয়ানপ্লাস ১১আর ফোনে একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর থাকার সম্ভবনা রয়েছে এই ফোনে। এছাড়াও থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াটের SuperVOOC চার্জিং ফিচারের সাপোর্ট ও ১৬ জিবি র‍্যাম। এর সঙ্গে এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার থাকবে। 


আরও পড়ুন- কতজন দেখেছেন আপনার ট্যুইট, জানতে পারবেন সহজেই, আসছে নতুন ফিচার