Tecno Pop 7 Pro: ফেব্রুয়ারি মাসে বেশ কয়েকটি নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে ভারতে। টেকনো পপ ৭ প্রো (Tecno Pop 7 Pro) ফোন লঞ্চ হতে চলেছে ১৬ ফেব্রুয়ারি। একই দিনে দেশে লঞ্চ হবে ভিভো ওয়াই১০০ ৫জি (Vivo Y100 5G) ফোনও। ইতিমধ্যেই টেকনো পপ ৭ প্রো ফোন আফ্রিকার নির্দিষ্ট কিছু দেশে লঞ্চ হয়েছে। এবার আসছে ভারতে। আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে এই ফোনের সম্ভাব্য দাম এবং ফিচার ও স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। একনজরে সেই তথ্যগুলি দেখে নেওয়া যাক। 


টেকনো পপ ৭ প্রো ফোনের সম্ভাব্য দাম


ভারতে এই ফোন ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। এই ভ্যারিয়েন্টের দাম হতে পারে ১১,৪০০ টাকা। Endless Black, Nebula Purple, Uyuni Blue- এই তিনটি রঙে লঞ্চ হতে পারে টেকনো সংস্থার নতুন ফোন। উল্লেখ্য, নাইজিরিয়ার বাজারে টেকনো পপ ৭ প্রো ফোনের এই ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল NGN 64,000 দামে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১১,৪০০ টাকা। 


টেকনো পপ ৭ প্রো ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে থাকতে পারে একটি ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। এছাড়াও রয়েছে কোয়াড কোর চিপসেট। তার সঙ্গে ৪ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ ৬৪ জিবি স্টোরেজ যুক্ত থাকতে পারে। 

  • টেকনো সংস্থার আসন্ন ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও এই ফোনের ব্যাক প্যানেলে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। 

  • এই ফোনে থাকতে পারে কটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনের র‍্যামের পরিমাণ আরও ৭ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 


Vivo Y100 5G: ভিভো ওয়াই১০০ ৫জি ফোন (Vivo Y100 5G) ভারতে লঞ্চ হতে চলেছে বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি। আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে এই ফোনের ডিজাইন প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, ভিভো ওয়াই১০০ ৫জি ফোনে একটি ৬.৩৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ। এছাড়াও বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, ভিভো ওয়াই১০০ ৫জি ফোন ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। এই মডেলের দাম হতে পারে ২৪,৯৯৯ টাকা। কালো, নীল এবং সোনালি রঙে এই ফোন লঞ্চ হতে পারে। 


আরও পড়ুন- ভিভো ওয়াই১০০ ৫জি ফোনের দাম ভারতে কত হবে? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?