Tecno Phones: ভারতে লঞ্চ হয়েছে টেকনো (Tecno Phones) সংস্থার বাজেট স্মার্টফোন (Budget Smartphone)। অর্থাৎ এই ফোনের দাম সাধ্যের মধ্যেই রয়েছে। তবে দাম অন্যান্য ফোনের তুলনায় কম হলেও ফিচারে কোনও কমতি দেখা যাবে না ফোনে। টেকনো পপ ৯ ৫জি ফোন (Tecno Pop 9 5G) লঞ্চ হয়েছে দেশে। কেনা যাবে ১০ হাজার টাকার কম দামে। এই বাজেট ৫জি ফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর। এছাড়াও এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট। আপাতত প্রি-বুকিংয়ের জন্য এই ফোন উপলব্ধ হয়েছে। ফোনের বিক্রি শুরু হবে অক্টোবর মাস থেকে। টেকনো পপ ৮ ফোনের সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হয়েছে টেকনো পপ ৯ ৫জি ফোন। 


ভারতে টেকনো পপ ৯ ৫জি ফোনের দাম কত 


এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৯৪৯৯ টাকা। অন্যদিকে ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। বর্তমানে টেকনো পপ ৯ ৫জি ফোনের প্রি-বুকিং করা যাচ্ছে অ্যামাজন থেকে। আর আগামী ৭ অক্টোবর এই ফোনের বিক্রি শুরু হবে। মাত্র ৪৯৯ টাকা টোকেন অ্যামাউন্টের পরিবর্তে এই ৫জি ফোনের প্রি-বুকিং করা যাবে। ফোন কেনার পর এই টাকা অ্যামাজন পে ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। 


টেকনো পপ ৯ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে 



  • ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে টেকনো পপ ৯ ৫জি ফোনে। এই ফোনে একটি এলসিডি স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 

  • এছাড়াও এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ প্রসেসর যার রঙে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে। 

  • এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ৪৮ মেগাপিক্সেলের একটিই ক্যামেরা সেনসর রয়েছে। তার সঙ্গে একটি এলইডি ফ্ল্যাশ রয়েছে। 

  • এই ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ডুয়াল স্পিকার। এখানে Dolby Atmos সাপোর্ট যুক্ত রয়েছে। 

  • টেকনো পপ ৯ ৫জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। 

  • এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। এই ফোনে ৫জি ফোনের ওজন প্রায় ১৮৯ গ্রাম। 


আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে ভিভো-র নতুন ৫জি ফোন, ক্যামেরায় রয়েছে আকর্ষণীয় ফিচার, দাম কত? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।