Tecno Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে Tecno Pova 5 সিরিজের স্মার্টফোন। জানা গিয়েছে, এই স্মার্টফোন সিরিজের Tecno Pova 5 এবং Tecno Pova 5 Pro - এই দুই ফোন লঞ্চ হতে চলেছে। ভারতে ১৪ অগস্ট লঞ্চ হবে Tecno Pova 5 সিরিজ। দুটো ফোনে একাধিক একই ধরনের ফিচার থাকতে চলেছে। যেম- এই দুই ফোনেই থাকতে চলেছে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এছাড়াও থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। Android 13-based HiOS - এর সাহায্যে ফোন পরিচালিত হতে পারে। এই স্মার্টফোন সিরিজের প্রো ভ্যারিয়েন্টে একটি Arc interface এবং তার সঙ্গে এলইডি লাইট থাকবে বলে শোনা গিয়েছে। ভারতে লঞ্চের পর এই দুই ফোন কেনা যাবে অ্যামাজন থেকে। Mecha Black, Hurricane Blue, Amber Gold - এই তিনটি রঙে লঞ্চ হতে চলেছে টেকনো পোভা ৫ ফোন। অন্যদিকে, Silver Fantasy এবং Dark Illusion- এই দুই শেডে লঞ্চ হতে চলেছে টেকনো পোভা ৫ প্রো ফোনে। 


Tecno Pova 5 ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর থাকতে পারে। এই ফোনের ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহয্যে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের সেনসর (এআই লেন্স) যুক্ত এবং এলইডি ফ্ল্যাশ থাকতে পারে। ফোনের ডিসপেল্র উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। 

  • এই ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 


Tecno Pova 5 Pro ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন



  • এই প্রো ভ্যারিয়েন্টে রেয়ার প্যানেলে একটি ARC ইন্টারফেস থাকতে পারে। এখানে থাকবে এলইডি লাইট। ফোনে নোটিফিকেশন বা অ্যালার্ট এলে এই আলো ব্যবহার করা হবে। ডিসপ্লে এবং রেয়ার ক্যামেরা ইউনিট ভ্যানিলা মডেলের মতোই থাকবে। 

  • এই প্রো মডেলে একটি অক্টা-কোর ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর থাকতে পারে। এছাড়াও এই ফোনে ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। আর থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 


আরও পড়ুন- চলতি বছর চালু হওয়া হোয়াটঅ্যাপের সেরা সাত ফিচার, দেখে নিন তালিকা