Tecno Smartphone: টেকনো পোভা ৬ প্রো ৫জি (Tecno Pova 6 Pro 5G) ফোন সম্প্রতি লঞ্চ হয়েছে ভারতের বাজারে। এই ফোনে রয়েছে একটি ৬এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর। এর সঙ্গে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট এবং তার মধ্যে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। টেকনো পোভা ৬ প্রো ৫জি ফোনে ৬০০০ এমএএইচের একটি শক্তিশালী ব্যাটারি রয়েছে এবং তার সঙ্গে রয়েছে ৭০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট।
ভারতে টেকনো পোভা ৬ প্রো ৫জি ফোনের দাম, কোথা থেকে কেনা যাবে, কী কী রঙে পাওয়া যাবে
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেল যার দাম ২১,৯৯৯ টাকা। সমস্ত ব্যাঙ্কের মাধ্যমে কেনাকাটায় ২০০০ টাকা ইনস্ট্যান্ট ব্যাক ডিসকাউন্ট পাবেন ক্রেতারা। তার ফলে টেকনো পোভা ৬ প্রো ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম কমে হবে ১৭,৯৯৯ টাকা। অন্যদিকে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ফোনের দাম কমে হবে ১৯,৯৯৯ টাকা। এই ফোন কেনার সময় ক্রেতারা টেকনো এস২ স্পিকার কিনতে পারবেন একদম বিনামূল্যে। এই স্পিকারের আসল দাম ৪৯৯৯ টাকা। আগামী ৪ এপ্রিল থেকে ভারতে টেকনো পোভা ৬ প্রো ৫জি ফোনের বিক্রি শুরু হবে। এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট এবং অফলাইন রিটেল দোকান থেকে। Comet Green এবং Meteorite Grey- এই দুই রঙের লঞ্চ হয়েছে টেকনো সংস্থার নতুন ৫জি ফোন।
টেকনো পোভা ৬ প্রো ৫জি ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক
- এই ফোনে ৬.৭৮ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। অ্যান্ড্রয়েড ১৪ বেসড HiOS 14- র সাহায্যে এই ফোন পরিচালিত হবে। এই ফোনের র্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে বাড়ানো যাবে।
- টেকনো পোভা ৬ প্রো ৫জি ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের যে প্রাইমারি সেনসর রয়েছে সেখানে ৩এক্স সেনসর জুমের সাপোর্ট পাওয়া যাবে। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট শুটার এবং একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে ডুয়াল টোনের এলইডি ফ্ল্যাশ ইউনিট। এই এলইডি ফ্ল্যাশ ফোনের ফ্রন্ট ক্যামেরা সেনসরের সঙ্গেও দেখা যাবে। টেকনো পোভা ৬ প্রো ৫জি ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
আরও পড়ুন- ভারতে হাজির Fire-Boltt- এর নতুন স্মার্টওয়াচ, করতে পারবেন ফোন, রয়েছে একগুচ্ছ আধুনিক ফিচার