Tecno Mobile: ভারতে লঞ্চ হয়েছে টেকনো পোভা নিও ৫জি (Tecno Pova Neo 5G) ফোন। আগামী সপ্তাহ থেকে ভারতে এই ফোনের বিক্রি শুরু হবে। টেকনো (Tecno) কোম্পানির এই ৫জি (5G Phone) ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০ প্রসেসর। এছাড়াও ১৩ ব্যান্ড ৫জি কানেক্টিভিটির সাপোর্ট রয়েছে এই ফোনে। জানা গিয়েছে, টেকনো পোভা নিও ৫জি ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি, ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, ৬.৮ ইঞ্চির একটি Full HD+ LTPS ডিসপ্লে- যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ রয়েছে। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ২কে রেজোলিউশনের ভিডিও তোলার ফিচার রয়েছে এই ফোনে।
ভারতে টেকনো পোভা নিও ৫জি ফোনের দাম এবং উপলব্ধতা
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৫,৪৯৯ টাকা। Sapphire Black এবং Sprint Blue- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে টেকনো পোভা নিও ৫জি ফোন। ২৬ সেপ্টেম্বর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে দেশে।
টেকনো পোভা নিও ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ডুয়াল সিম (ন্যানো)। এছাড়াও রয়েছে একটি ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস LTPS ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০ প্রসেসর রয়েছে। এছাড়াও অ্যান্ড্রয়েড ১২ এবং Hi OS 8.6- এর সাপোর্ট রয়েছে।
- এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে AI ফিচার। এখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- টেকনো পোভা নিও ৫জি ফোনে ইনবিল্ট ৪ জিবি র্যাম রয়েছে। তবে তার পরিমাণ ৩ জিবি বাড়ানো সম্ভব। Memory Fusion RAM ফিচারের সাহায্যে বাড়ানো যাবে র্যামের পরিমাণ। এছাড়াও এই ফোনে রয়েছে ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ। যার পরিমাণ আবার মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- এই ফোনে একটি ৬০০০ এমএএইচ লিথিয়াম-আয়ন ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও রয়েছে ডুয়াল স্টিরিও স্পিকার। সেখানে আবার রয়েছে DTS Audio টেকনোলজির সাপোর্ট। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। টেকনো পোভা নিও ৫জি ফোনে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই এবং ব্লুটুথ ভি ৫.০- র সাপোর্ট রয়েছে।
আরও পড়ুন- iPhone 13 Pro-তে সবথেকে সস্তা অফার, প্রথমবার ১৫ হাজারের কমে ফোন