কলকাতা: চিনের সংস্থা টেকনো ফের ভারতে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। শোনা যাচ্ছে, এবার লঞ্চ হবে টেকনো স্পার্ক ৮পি। গত বছর বেশ কিছু দেশে এই ফোন লঞ্চ হয়েছিল। এবার ভারতে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। তবে নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও ঘোষণা করেনি টেকনো সংস্থা। তবে টেকনো মোবাইল ইন্ডিয়া কর্তৃপক্ষ একটি টিজার শেয়ার করে জানিয়েছে যে তাদের আসন্ন ফোনে ৭ জিবি র‍্যাম থাকতে চলেছে। এছাড়াও একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেসোলিউশনের ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে টেকনো স্পার্ক ৮পি ফোনে। খুব তাড়াতাড়িই এই ফোন দেশে লঞ্চের সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে।


টেকনো স্পার্ক ৮পি ফোনের দাম ভারতে কত হতে পারে?


এর আগেও ভারতে টেকনো স্পার্কের বাজেট স্মার্টফোন লঞ্চ হয়েছে। এবারও তেমনটাই হবে বলে মনে করা হচ্ছে। ট্যুইটার এবং ফেসবুকে টেকনো স্পার্ক ৮পি ফোন ভারতে লঞ্চ হবে একথা শোনা গেলেও কবে লঞ্চ হবে তা নিশ্চিত ভাবে জানা যায়নি। গত বছর নভেম্বর মাসে ফিলিপিন্সে এই ফোন লঞ্চ হয়েছিল। তার দাম ভারতীয় মুদ্রায় ১০,৮০০ টাকা। অনুমান ভারতীয় মডেলের দামও এর আশপাশেই থাকবে। আর এমনটা হলে টেকনো স্পার্ক ৮পি ফোনকে বাজেট স্মার্টফোন বলাই যাবে। কারণ এর দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই থাকবে।


টেকনো স্পার্ক ৮পি ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন


র‍্যাম- এই ফোনে ৭ জিবি র‍্যাম থাকার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ৪ জিবি র‍্যাম ইনবিল্ড দেওয়া হবে। বাকিটা টেকনো সংস্থার মেমোরি ফিউশন প্রযুক্তির সাহায্যে বাড়ানো যাবে। সেক্ষেত্রে র‍্যামের পরিমাণ ভার্চুয়ালি বাড়ানোর জন্য ৩ জিবি অনবোর্ড স্টোরেজ ব্যবহার করা হবে।


ক্যামেরা- ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে টেকনো স্পার্ক ৮পি ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। অন্যান্য ক্যামেরা ফিচার সম্পর্কে এখনও কিছু জানায়নি সংস্থা।


প্রসেসর- এ যবৎ যেসব দেশে টেকনো সংস্থার স্পার্ক ৮পি মডেল লঞ্চ হয়েছে, এক একটি দেশে এক একটি প্রসেসর সমেত লঞ্চ হয়েছে ফোন। ভারতীয় ভ্যারিয়েন্টে কী প্রসেসর থাকতে পারে তা এখনও জানা যায়নি।


আরও পড়ুন- OnePlus Nord 2T 5G এল ভারতে, সুপারভুক ফাস্ট চার্জিং ছাড়াও নতুন স্পেকস, দাম কত জানেন ?