ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুরঃ শুক্রবার রথ যাত্রার দিনেই ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি শুভেন্দু কনভয়। শুক্রবার দুপুরে পূর্ব মেদিনীপুরের মারিশদায় শুভেন্দু অধিকারির কনভয়ে আচমকাই গাড়ি ও ট্রাকের সংঘর্ষ হয়। ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয় শুভেন্দু কনভয়। যদিও পুরোপুরি সুস্থ আছেন বলে টুইটে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।


আরও পড়ুন,বর্ধমানে রুপোর রথে চেপে আসতেন রানি ? সাড়ে ৩০০ বছরের পুরনো রাজা রানির রথের ফের গড়াল চাকা


রথ যাত্রার শুভদিনে বাইরে বেরিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি শুভেন্দু অধিকারী কনভয়। যদিও এযাত্রায় দুর্ঘটনার কবলে পড়লেও কোনওপ্রকার আগাত লাগেনি রাজ্যের বিরোধী দলনেতার। দুর্ঘটনার পর তিনি নিজেই টুইট করে জানিয়েছেন, একটি ভারী গাড়ি এশে আমার সিআরপিএফ কনভয়ের গাড়িতে ধাক্কা দেয়। ভগবান জগন্নাথের কৃপায় শরীরে কোনও আঘাত লাগেনি। আমি আহত হইনি, বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তাই এদিনের কোনও ইভেন্টই মিস করবেন না বলে পাশাপাশি জানিয়েছেন তিনি। শুভেন্দুর কথায়, আমি আজকে নির্ধারিত ইভেন্দুগুলিতে যোগদান করব। আমি সুস্থ আছি কিনা, জানতে যারা আমার খবর নিয়েছেন, তাঁদের সকলকে জানাই আমি ভালো আছি, প্রত্যেকের ফোন কলের জন্য আমি কৃতজ্ঞ।'









জানা গিয়েছে, শুক্রবার রথ যাত্রার দিনে  শুভেন্দুর কনভয়ে আচমকাই একটি ট্রাক ঢুকে পড়ে। এবং সজোরে ধাক্কা দেয়। এই ঘটনার পর কনভয়ে থাকা ওই গাড়িটির চালক-সহ বেশ কয়েক জন সামান্য আহত হলেও, শুভেন্দু পুরোপুরি সুরক্ষিত। কারণ শুভেন্দু ওই কনভয়ের মাঝের একটি গাড়িতে ছিলেন বলে দুর্ঘটনা থেকে বড় রক্ষা পেয়েছেন বলে জানা গিয়েছে।