Tecno Smartphone: টেকনো স্পার্ক ৯টি (Tecno Spark 9T) ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। ই-কমার্স সংস্থা অ্যামাজনের (Amazon India) ওয়েবসাইটে ল্যান্ডিং পেজে এই ফোনের নাম দেখা গিয়েছে। আর তার জেরেই অনুমান করা হচ্ছে যে টেকনো স্পার্ক ৯টি ফোন দ্রুত দেশে লঞ্চ হবে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে টেকনো স্পার্ক ৯টি ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন ও ফিচার (Specifications and Features) ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, এই ফোনে থাকবে ৬.৬ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে। তার উপর থাকবে ওয়াটার ড্রপ স্টাইলের একটি নচ ডিজাইন। সেখানে সেট করা থাকবে সেলফি ক্যামেরা সেনসর। ফোন লক এবং আনলক করার জন্য টেকনো স্পার্ক ৯টি মডেলে থাকতে চলেছে একটি সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
ভারতে টেকনো স্পার্ক ৯টি ফোনের দাম কত হতে পারে তা এখনও জানা যায়নি। টেকনো সংস্থা বা ই-কমার্স সংস্থা অ্যামাজন, কারও তরফেই এই ফোনের দাম ঘোষণা করা হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, নাইজিরিয়াতে চলতি বছর জুন মাসে এই ফোন লঞ্চ হয়েছিল। অনুমান, দামের নিরিখে ভারতীয় ভ্যারিয়েন্টের সঙ্গে নাইজিরিয়ায় লঞ্চ হওয়া ফোনের মিল থাকবে। ফোনের রঙের ক্ষেত্রেও মিল থাকতে পারে। তবে নির্দিষ্ট ভাবে এই প্রসঙ্গে কিছু জানা যায়নি।
টেকনো স্পার্ক ৯টি ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর থাকতে পারে। তার সঙ্গে ৪ জিবি র্যাম যুক্ত থাকতে পারে। এই ফোনে ৩ জিবি এক্সপ্যান্ডেবল র্যামও থাকার সম্ভাবনা রয়েছে।
- এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও থাকতে পারে এলইডি ফ্ল্যাশ।
- এই ফোনে ৫০০০ এমএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এক ঘণ্টারও কমে ফোনে ৫০ শতাংশ চার্জ হতে পারে বলে দাবি করেছে টেকনো সংস্থা।